শুক্রবার ● ৭ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » জিমেইল অ্যাপের পাঁচ সুবিধা জেনে নিন
জিমেইল অ্যাপের পাঁচ সুবিধা জেনে নিন
ইন্টারনেট জায়ান্ট গুগল সোমবার উদ্বোধন করল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য জিমেইলের নতুন অ্যাপ। এতে রয়েছে বেশ কিছু নতুন ফিচার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।
জিমেইল অ্যাপটিতে নতুন ডিজাইনসহ বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। আর এ আপডেট অ্যান্ড্রয়েড ৪.০ (আইস ক্রিম স্যান্ডউইচ) ও তার পরবর্তী ভার্সনে থাকবে। পুরনো ব্যবহারকারীরা আপডেট করতে পারবেন। অ্যাপটির নতুন কয়েকটি ফিচার তুলে ধরা হলো এ লেখায়।
১. নতুন ডিজাইন
জিমেইলের ব্যবহারকারী মাত্রই এ বিষয়টি দেখে চমৎকৃত হবেন। আগের ডিজাইনের তুলনায় সম্পূর্ণ নতুন ডিজাইন যোগ করা হয়েছে এ ভার্সনে। এর টপে দেখা যাবে লাল স্ট্রাইপ। নতুন ডিজাইন আগের তুলনায় অনেক পরিষ্কার। এতে থাকছে আগের তুলনায় বেশি সাদা স্থান ও মসৃণ ইন্টারফেস।
২. শুধু জিমেইল নয়
এবার আগের মতো শুধু জিমেইল থেকেই মেইলগুলো পড়া যাবে না, এবার যোগ করা হয়েছে অন্য ইমেইল সেবাদাতাদেরও মেইল পড়ার ব্যবস্থা। এ ছাড়াও আইএমএপি ও পপ অ্যাকাউন্ট থেকে মেইল পড়া যাবে।
নতুন জিমেইল অ্যাপের পাঁচ সুবিধা জেনে নিন
৩. ইনবক্সে পরিবর্তন
ইনবক্সে বেশ কিছু ছোট পরিবর্তন আনা হয়েছে, যা ব্যবহারকারীর স্বাচ্ছন্দ অনেক বাড়িয়ে দেবে। তবে চট করে এ বিষয়গুলো ব্যবহারকারীর চোখে নাও পড়তে পারে। যেমন স্ক্রিনের ডান পাশের নিচের দিকে যোগ করা হয়েছে কম্পোজ বাটন। সেখানে ক্লিক করে সরাসরি মেইল কম্পোজ করা যাবে। এ ছাড়াও থাকছে নতুন রিপ্লাই বাটন।
৪. সোয়াইপ অপশন
পুরনো জিমেইল অ্যাপে ইমেইল সোয়াইপ করে ডিলিট করার ব্যবস্থা ছিল। কিন্তু নতুন ব্যবস্থায় সেটিংসে গিয়ে নতুন মেসেজের বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা হবে তার নির্দেশনা দেওয়া যাবে। যেমন জেনারেল সেটিংসে গিয়ে জিমেইলের ডিফল্ট অ্যাকশনগুলো দেখা যাবে। এটি থেকে ইমেইল আর্কাইভে সেভ করা হবে নাকি ডিলিট করা হবে তা সেট করে দেওয়া যাবে। এরপর থেকে মেইলটি সোয়াইপ করলেই তা সেই ডিফল্ট কাজটি করবে।
৫. গড়পড়তা উন্নতি
জিমেইলের নতুন অ্যাপে সব নতুন ফিচার দিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্তিতে ফেলা হয়নি। তার বদলে পুরনো ফিচারগুলোই নতুন করে সাজিয়ে বা ব্যবহার পদ্ধতি সহজ করে দেওয়া হয়েছে। অন্য মেইল অ্যাকাউন্টের মেইলগুলো পড়ার সুযোগ করে দেওয়ার ফলে আপনার ডিভাইসে এজন্য আলাদা অ্যাপ ইনস্টলের প্রয়োজনীয়তাও কমে যাবে।