শুক্রবার ● ৭ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » অন্ধদের টাকা চিনতে মোবাইল অ্যাপ ‘সি দ্য মানি’
অন্ধদের টাকা চিনতে মোবাইল অ্যাপ ‘সি দ্য মানি’
চোখ যাদের অন্ধ তাদের কাছে সমগ্র পৃথিবীই অন্ধকার। তাদের কাছে বস্তুত দিন রাতের মধ্যে কোনও পার্থক্য নেই। সবার মনে একটি প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে, যারা ঠিকমত হাঁটাচলা করতে পারে না তারা আবার টাকা চিনে লেনদেন করবে কীভাবে। বিষয়টি চিন্তা করেই সম্প্রতি ভারতের একজন গবেষক অন্ধদের জন্যে তৈরি করেছে নতুন একটি অ্যাপ।
অ্যাপটির নাম ‘সি দ্য মানি’। স্মার্টফোনে কোনও টাকার ছবি তুললে এটি অডিও সাউন্ডে অন্ধকে ব্যক্তিকে শুনিয়ে দেয় এটি কত টাকা। অবশ্য অ্যাপটি এখন শুধু ভারতীয় মুদ্রা ‘রুপি’ চিনতে পারে।
গবেষক সুরাইয়া কুমার, কুমার ভিশাল ও সি, ভি জওহর জানিয়েছেন, আমরা অন্য মুদ্রার জন্যেও আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। বাংলা, হিন্দি, ইংরেজি, কন্নদা ও তেলেগু ভাষাভাষীরা এটি ব্যবহার করতে পারবে।