বুধবার ● ৫ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » অক্টা-কোর প্রসেসরের নতুন স্মার্টফোন
অক্টা-কোর প্রসেসরের নতুন স্মার্টফোন
বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা এইচটিসি মঙ্গলবার অক্টা-কোর প্রসেসর চালিত ডিসায়ার ৮২০এস মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এ মডেলটি আগের মডেল ডিসায়ার ৮২০-এর মতো হলেও এতে নতুন সংযোজন হিসেবে রয়েছে ৬৪ বিট ১.৭ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
এইচটিসি সম্প্রতি তাদের ওয়েইবো অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ বিটমিডিয়াটেক এমটি৬৭৫২ প্রসেসর ও ৪জি এলটিই প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের ব্যবস্থা। অক্টাকোর প্রসেসরটির পাশাপাশি এতে রয়েছে ২ জিবি র্যাম।
ডুয়াল সিমযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ৪.৪ কিটক্যাট ও ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এ ছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা।
স্মার্টফোনটির সাড়ে পাঁচ ইঞ্চি স্কিনের রেজুলেশন ৭২০ ইন্টু ১২৮০ পিক্সেল।
১৬ জিবি ইন্টারনাল মেমোরি ছাড়াও এতে রয়েছে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। কানেকশনের জন্য এতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, থ্রিজি ও ৪জি এলটিই সুবিধা। এ ছাড়াও রয়েছে এফএম রেডিও ও জিপিএস ব্যবস্থা।
ডিভাইসটির মূল্য কেমন হতে পারে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।