বুধবার ● ৫ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » মোবাইল অ্যাপ জানাবে মৃত্যুর সময় !!
মোবাইল অ্যাপ জানাবে মৃত্যুর সময় !!
মানুষের মৃত্যুর সময় জানাবে, আইফোনের জন্য এমনই একটি অ্যাপ উন্মুক্ত হয়েছে। ডেডলাইন নামক এই অ্যাপটি মূলত আইফোনের হেলথকিট টুল বিশ্লেষণ করে আপনাকে জানিয়ে দেবে আপনি আর কতদিন বেঁচে থাকবেন।
হেলথকিট ব্যবহারকারী সম্পর্কে বিভিন্ন তথ্য যেমন- উচ্চতা, রক্তচাপ, ঘুমের পরিমাণসহ দেহের যাবতীয় তথ্য সংগ্রহ করে থাকে। আর এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই মৃত্যুর একটি সম্ভাব্য তারিখ জানিয়ে দেবে এই অ্যাপ।
অ্যাপটি তৈরি করেছে গিস্ট নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মানুষের মৃত্যুর সঠিক দিন তারিখ কেউই সঠিক বলতে পারেনা। তবে এই অ্যাপটি কেবল একটি ধারণা দেবে মাত্র। স্বাস্থ্য সংক্রান্ত নানা পরামর্শও দেবে এটি।