বুধবার ● ৫ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডেল নিয়ে এলো পাওয়ার এজ ১৩জি সার্ভার পোর্টফোলিও
ডেল নিয়ে এলো পাওয়ার এজ ১৩জি সার্ভার পোর্টফোলিও
বিশ্বের প্রযুক্তি বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডেল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের সর্বাধুনিক ও সহজ ব্যবহার উপযোগী পাওয়ার এজ ১৩জি সার্ভার পোর্টফোলিও। ২৯ অক্টোবর ২০১৪ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডেলের নতুন এ সার্ভার। বিশ্বব্যাপি ক্রেতাদের জন্য অ্যাপ্লিকেশন এবং কাজের চাপের ক্রমবর্ধমান ক্ষেত্র মাথায় রেখেই এগুলোকে আরো নিখুঁত করতে নতুন এ সার্ভার পোর্টফোলিও ডিজাইন করা হয়েছে।
ডেল পাওয়ার এজ ১৩জি সার্ভার পোর্টফোলিওতে রয়েছে গ্রাহক-অনুপ্রাণিত ইঞ্জিনিয়ারিং যা বৃহত্তম পরিসরের ওয়েব, এন্টারপ্রাইজ এবং হাইপারস্কেল অ্যাপ্লিকেশনের কর্মদক্ষতাকে দামের তুলনায় বাড়িছে অনেক গুণ। এছাড়া শিল্প নেতৃস্থানীয় সিস্টেম ম্যানেজমেন্ট ক্ষমতার সমন্বয়ে এর সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও মেমোরি প্রযুক্তিতে অত্যাধুনিক উন্নতি সাধিত হয়েছে।
র্যাক এবং টাওয়ার সার্ভারের সমন্বয়ে পাঁচটি ফর্ম-ফ্যাক্টর দ্বারা শুরু হওয়া নতুন ডেল পাওয়ার এজ পোর্টফোলিও ক্রয়ের ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং, মোবিলিটি, বিগ ডেটা এবং সফটওয়্যারসহ ইন্ডাস্ট্রি ট্রেন্ড বিবেচনা করে নিজের পছন্দের পণ্যটি বেছে নেয়ার সুযোগ পাবে ক্রেতারা। ডেল এবং ইন্টেল পরিচালিত বিশ্বব্যাপি গবেষণা ‘ফিউচার রেডি আইটি সার্ভে’ অনুযায়ী, ৮০ শতাংশেরও বেশি তথ্যপ্রযুক্তি খাতের সিদ্ধান্ত গ্রহণকারীরা পরবর্তী ১২ মাসের বিনিয়োগের ক্ষেত্রে এসব বিষয়গুলো অগ্রাধিকার দিচ্ছে।
ডেল সার্ভার সল্যুশনের ভাইস-প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ফরেস্ট নরড বলেন, “কয়েক বছর আগেও ছিল না এমন অনেক নতুন চাপ ও প্রতিযোগিতায় আমাদের ক্রেতারা এখন জর্জড়িত। প্রযুক্তি উন্নয়নের গতির সাথে বিভিন্ন সমস্যা সন্দেহাতীতভাবে বেড়ে যাচ্ছে এবং অনেক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান পরিবেশে আরো জটিলতা সৃষ্টি না করে নতুন এবং বর্তমান বিভিন্ন প্রযুক্তির এ গতির মধ্যে সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছে।”
তিনি আরো বলেন, “আমাদের নতুন পাওয়ার এজ সার্ভার পোর্টফোলিওর তিনটি অতি প্রয়োজনীয় মূলনীতি ‘অ্যাপ্লিকেশনের কার্যকারিতা বৃদ্ধি, যে কোন পরিবেশে কাজের চাপ নিয়ন্ত্রণ এবং সিস্টেম ম্যানেজমেন্টের সহজীকরণ’ এর উপর দৃষ্টি রেখে ক্রেতারা প্রচলিত এবং নতুন আইটি মডেলের মধ্যে সংযোগ স্থাপন করতে পারবে। যার ফলে নতুন উদ্ভাবন ও অবস্থানের সাথে মানিয়ে নিতে এবং ডেটা সেন্টারের মধ্যে নতুন অ্যাপ্লিকেশনের নিখুঁত ব্যবহার নিশ্চিত করতে তারা সর্বদাই প্রস্তুত।”