বুধবার ● ৫ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » নোকিয়া ফোন উৎপাদন বন্ধ হয়ে গেল ভারতে
নোকিয়া ফোন উৎপাদন বন্ধ হয়ে গেল ভারতে
গতকাল থেকে ভারতে অবস্থিত নোকিয়ার মোবাইল ফোন উৎপাদন প্ল্যান্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। চেন্নাইতে অবস্থিত এই প্ল্যান্টটিই ছিল ইউরোপের বাইরে নোকিয়ার সবচেয়ে বড় মোবাইল উৎপাদন প্ল্যান্ট।
নোকিয়ার এক মুখপাত্র এ বিষয়ে জানান, গত মাসেই প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া মাইক্রোসফট থেকেও এই প্ল্যান্টে মোবাইল উৎপাদনের জন্য কোন আদেশ দেওয়া হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে মাইক্রোসফট নোকিয়া অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে যা এ বছরের ২৫ এপ্রিল সম্পন্ন হয়। ৭২০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে নোকিয়ার মোবাইল ডিভাইস এবং এ সংক্রান্ত ব্যবসা অধিগ্রহণ করে নেয় মাইক্রোসফট। যদিও কর সংক্রান্ত এক জটিলতার কারণে চেন্নাই প্ল্যান্ট এই চুক্তির আওতামুক্ত ছিল। এই সংক্রান্ত মামলা এখনো চলছে তামিলনাড়ুর আদালতে।
চেন্নাই প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় এক হাজার একশো কর্মী চাকরি হারাচ্ছেন। স্থাপনের পর থেকে এই প্ল্যান্টে নোকিয়ার বিনিয়োগ ছিল প্রায় ৩০ কোটি ডলার। কমদামের মোবাইল বাজার ধরতে ২০০৬ সালে এখানে উৎপাদন শুরু হয় স্বল্পমূল্যের মোবাইল হ্যান্ডসেট।