মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রাজধানীতে চলছে অ্যালকাটেল ওয়ানটাচ রোডশো
রাজধানীতে চলছে অ্যালকাটেল ওয়ানটাচ রোডশো
যানজট ও ব্যস্ততার নগরীতে গ্রাহকদের দোরগোড়ায় সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইসের অভিজ্ঞতা দিতে সোমবার থেকে রাজধানীতে শুরু হয়েছে শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল ওয়ানটাচের রোডশো। ‘ট্যুর অব বাংলাদেশ’ শীর্ষক ২০ দিনব্যাপি এই রোডশো আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। রাজধানী ঢাকাসহ গাজীপুর এবং নারায়নগঞ্জের মোট ৮০টি গুরুত্বপূর্ণ স্থানে এই রোডশো অনুষ্ঠিত হবে। পাশাপাশি চলছে ফেসবুক ভিত্তিক সেলফি প্রতিযোগিতা।
সোমবার রাজধানীর নিউ মার্কেটের দক্ষিন গেটে রোডশো উদ্বোধন করেন অ্যালকাটেল ওয়ানটাচের অথরাইজড ডিস্ট্রিবিউটর ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত। উপস্থিত ছিলেন ইরাসেলের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাহিম ইবনে মুবারাক, কাস্টমার কেয়ার ম্যানেজার মোহাম্মাদ আশিকুর রহমান প্রমুখ।
ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত জানান, বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে কার্যক্রমের পর সম্প্রতি বাংলাদেশে আন্ষ্ঠুানিকভাবে কার্যক্রম শুরু করেছে অ্যালকাটেল ওয়ানটাচ। গ্রাহকদেরকে কমদামে সর্বোচ্চ মানের মোবাইল ডিভাইস হাতে তুলে দিতেই অ্যালকাটেলের এই যাত্রা। গ্রাহকরা যাতে সহজেই সর্বশেষ প্রযুক্তির এসব ডিভাইস পরখ করে দেখতে পারেন তার জন্য এই রোডশোর আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, রোডশোর পাশাপাশি ফেসবুকেও চলছে সেলফি প্রতিযোগিতা। আগ্রহীরা সেলফি তুলে অ্যালকাটেল ওয়ানটাচ বাংলাদেশের ফেসবুক পেইজে (www.fb.com/ERACELL.LIMITED) শেয়ার করতে পারবেন। ছবি আপলোড করার সময় অ্যালকাটেল ওয়ানটাচ বাংলাদেশ“ALCATEL ONETOUCH BANGLADESH” ” ট্যাগ লিখে দিতে হবে। আপলোড করা ছবিগুলোর মধ্য থেকে সর্বোচ্চ লাইকের ভিত্তিকে প্রতি সপ্তাহে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। রোডশো চলাকালীন নির্বাচিত ৩ জন বিজয়ী পাবেন অ্যালকাটেল পিওপি ডি৩ মডেলের সর্বাধুনিক স্মার্টফোন। বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।