মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড
আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের জিটিএক্স৭৮০টিআই-ওসি মডেলের হাই-এন্ড গেমিং গ্রাফিক্স কার্ড। দীর্ঘ স্থায়িত্ব এবং পিসি গেমিংয়ে অভূতপূর্ব পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে সুপার এ্যালয় পাওয়ার এবং ওভারক্লকিং ফিচার। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৮০টিআই গ্রাফিক্স ইঞ্জিনের এই গ্রাফিক্স কার্ডটি পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের। ডুয়াল ফ্যান কুলিং ফিচারের এই গ্রাফিক্স কার্ডটিতে আরো রয়েছে ২ জিবি ভিডিও মেমোরী, ৫৪০০ মেগাহার্জ মেমোরী ক্লক, ১২৮-বিট মেমোরী ইন্টারফেস, ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট, ভিজিএ পোর্ট প্রভৃতি। এছাড়া গ্রাফিক্স কার্ডটি এসএলআই মাল্টি-জিপিইউ, এনভিডিয়া থ্রি-ডি ভিশন, এনভিডিয়া জিপিইউ বুস্ট ২.০ ডাইরেক্ট এক্স ১১, এইচডিসিপি প্রভৃতি সমর্থণ করে। মূল্য রাখা হয়েছে ১৫ হাজার ৫ শত টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।