মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » নতুন অ্যান্ড্রয়েড গেম “Dextris Halloween”
নতুন অ্যান্ড্রয়েড গেম “Dextris Halloween”
অ্যান্ড্রয়েড এবং আইওএস চালিত স্মার্ট ফোনের গেম তৈরিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় টেকনেক্সট আইটি নিয়ে এলো তাদের নতুন অ্যান্ড্রয়েড গেম “Dextris Halloween”
শুধু তাই নয়, এই গেম গুগল প্লে স্টোর ছাড়া উপলক্ষে দেশব্যাপী শুরু হচ্ছে মোবাইল গেমিং প্রতিযোগিতা। বাংলাদেশের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা তাদের মোবাইলে “Dextris Halloween” (http://goo.gl/R46e1k) গেমটি খেলে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন।
সর্বোচ্চ স্কোরকারী দুইজনকে ১৬ ডিসেম্বর দুইটি আকর্ষণীয় স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি সপ্তাহে সর্বোচ্চ স্কোরকারী দশ জন পাচ্ছেন তাদের স্কোরের দ্বিগুণ থেকে দশগুণ পর্যন্ত মোবাইল রিচার্জ।
পুরষ্কারসমূহ :
প্রথম পুরষ্কার : একটি “Walton H2″ অ্যান্ড্রয়েড স্মার্টফোন
দ্বিতীয় পুরষ্কার : একটি “Symphony GoFox F15″ Firefox স্মার্টফোন।
এই পুরষ্কার ১৬ই ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ স্কোরকারী দুজনের জন্য। এছাড়াও, নিম্নাক্ত পুরষ্কার সমূহ থাকছে প্রতি সপ্তাহে অংশগ্রহণকারীদের জন্য :
প্রতি সপ্তাহে সর্বোচ্চ স্কোরকারী পাচ্ছেন, তার স্কোরের ১০ গুণ পরিমাণ টাকা মোবাইল রিচার্জ। পরবর্তী নয় জন পাচ্ছেন তার স্কোরের দ্বিগুণ পরিমাণ টাকা মোবাইল রিচার্জ। সাপ্তাহিক এই প্রতিযোগিতা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি জানতে ভিজিট করুন :http://goo.gl/C7ogdl
গুগল প্লে স্টোরে গেমটির লিংক : http://goo.gl/R46e1k