সোমবার ● ২৭ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মোবাইল গেমিং প্রতিযোগিতা ‘মেইড ইন বাংলাদেশ’
মোবাইল গেমিং প্রতিযোগিতা ‘মেইড ইন বাংলাদেশ’
দেশি তরুণদের তৈরী ডিজিটাল সাইবার গেমিং কে জনপ্রিয় করতে আয়োজন করা হয়েছে মোবাইল গেমিং প্রতিযোগিতা ‘মেইড ইন বাংলাদেশ’।
প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা অংশ নিতে পারবেন। (Dextris Halloween” (goo.gl/R46e1k) ‘ডেক্সট্রিস হ্যালোইন’ নামের গেমটি খেলতে পারবেন।
অংশগ্রহণকারী প্রতিযোগিদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। প্রতিযোগিতা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোরধারী দুইজনকে এদিন পুরস্কার হিসেবে দেয়া হবে অ্যান্ড্রয়েড চালিত ‘ওয়ালটন এইচ২’ এবং সিম্ফনি ‘গোফক্সএফ১৫’ ফায়ারফক্স স্মার্টফোন। আর প্রতি সপ্তাহে শীর্ষ দশজন স্কোরধারীর জন্য থাকছে তাদের প্রাপ্ত স্কোরের দ্বিগুণ মোবাইল রিচার্জ।
আর সপ্তাহে সর্বোচ্চ স্কোরধারীরা পাবেন প্রাপ্ত স্কোরের ১০ গুণ পরিমান মোবাইল রিচার্জ। আর পরবর্তী নয়জন পাবেন স্কোরের দ্বিগুন পরিমান রিচার্জ। এটাও চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠান টেকনেক্সট এর পক্ষ থেকে জানানো হয়, ‘ডেক্সট্রিস হ্যালোইন’ গেমটি তৈরি করেছে বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান ‘টেকনেক্সট’। মূলত বাংলাদেশে যে বিশ্বমানের গেম তৈরি হচ্ছে তা প্রচারের উদ্দেশেই এ প্রতিযোগিতার আয়োজন।
অংশগ্রহণের জন্য যা করবেন:
* প্রতিযোগিকে অবশ্যই বাংলাদেশি হতে হবে।
* গুগল প্লে’তে সাইন ইন করে খেলতে হবে যাতে ‘গুগল প্লে লিডার বোর্ড’ থেকে রেঙ্ক দেখা যায়। অফলাইনে কোনো স্কোর গ্রহণযোগ্য নয়।
* ফেসবুক #MadeInBangladesh হ্যাশট্যাগ দিয়ে স্কোর শেয়ার করতে হবে।
* একজন সর্বোচ্চ স্কোরধারী কেবল এক সপ্তাহে দশগুন মোবাইল রিচার্জের জন্য মনোনীত হবে।
* এছাড়া কেমন লাগল তা জানিয়ে গুগল প্লে’ তে রেটিং এবং রিভিউ দিতে হবে। তবে প্রতিষ্ঠানের ‘টেকনেক্সট’র সঙ্গে সম্পৃক্ত কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
প্রয়োজনীয় লিঙ্ক :
http://technextit.com/Made-In-Bangladesh/www.facebook.com/technextit
Play Store Game Link: goo.gl/R46e1k