সোমবার ● ২৭ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ । (ভিডিও)
আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ । (ভিডিও)
আন্তর্জাতিক টেলি কমিউনিকেশন সংস্থার কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউ এর বার্ষিক সম্মেলনে এই ভোটাভুটি হয়। নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে বাংলাদেশ পায় ১১৫ ভোট।
এ অঞ্চল থেকে চার বছরের জন্য নির্বাচিত ১৩ কাউন্সিল সদস্যের মধ্যে ভোটের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।
সম্মেলন উপলক্ষে বুসানে অবস্থানরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “এই জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন আন্তর্জাতিক অঙ্গনে চূড়ান্ত স্বীকৃতি পেল। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ আরো একটি সংস্থায় আমরা আমাদের অবস্থান করে নিতে পারলাম।”
কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় এ অঞ্চলে আইটিইউর নীতিনির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও উল্লেখ করেন পলক।
এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবারের মতো আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। তারও আগে ১৯৭৩ সালে পায় সাধারণ সদস্যপদ।