রবিবার ● ২৬ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রান্সফর্মার রোবট !!
ট্রান্সফর্মার রোবট !!
সাই-ফাই জগৎ ছেড়ে এবার এবার বাস্তব পৃথিবীতে অভিষেক হচ্ছে ট্রান্সফর্মার রোবটদের। ট্রান্সফর্মার স্রষ্টা টমি কো. লিমিটেডের সঙ্গে জোট বেঁধে ব্রেভ রোবটিক্স এবং আসরাটেক বানিয়েছে ট্রান্সফর্মার রোবট ‘জে-ডেইটি’(J-deite)। মানুষের মতো দু’পায়ে যেমন হাঁটতে পারে তেমনি স্পোর্টস কারে পরিণত পারে জে-ডেইটি।
জে-ডেইটি কোনো দিক থেকেই খেলনা গাড়ি নয়। রোবটটি চলবে আসরাটেক কর্পোরেশনের তৈরি ভি-সিডো অপারেটিং সিস্টেমে। স্পোর্টস কার হিসেবে দুই আসনের জে-ডেইটির সর্বোচ্চ গতি ঘন্টায় ৬ মাইল। মানুষের মতো দু’পায়ে হাঁটলে সর্বোচ্চ গতি ঘন্টায় ০.৬ মাইল। শুধু হাঁটা নয়, মানুষের মতোই বাহু, হাত আর আঙুল নাড়াতে পারে জে-ডেইটি।
২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ৫ মিটার উচ্চতার দানবীয় ট্রান্সফর্মার রোবট বানানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন ব্রেভ রোবটিক্সের গবেষকরা। সফল হলে হলিউডের পর্দার মতোই পৃথিবীর বুকে হেঁটে বেড়াবে দানবীয় ট্রান্সফর্মার রোবট। ‘কার মোডে’ ১৬ ফিট দৈর্ঘ্যের স্পোর্টস কারে পরিণত হবে ওই রোবটগুলো।