রবিবার ● ২৬ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » আউটসোর্সিং বিষয়ক কর্মশালা
আউটসোর্সিং বিষয়ক কর্মশালা
শনিবার শেষ হলো বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) আয়োজিত আপশোর আউটসোর্সিং বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা । অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত ৩২ জন সরকারি চাকরীজীবি, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী, গৃহিনীসহ বিভিন্ন পেশার মানুষ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের বিচারক আল-আমীন চৌধুরী ও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ মশিউর মন্টি।
কর্মশালায় ফ্রিল্যান্স-আউটসোর্সিং কি, মার্কেটপ্লেস কি, দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেওয়া, কিভাবে কাজ করতে হয়, পেমেন্ট মেথড ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অঙ্গ প্রতিষ্ঠান বিআইটিএম প্রতি মাসেই আইটসোর্সিং বিষয়ক কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে।