শনিবার ● ২৫ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » আম্মা মোবাইল !!
আম্মা মোবাইল !!
ভারতের তামিলনাড়ু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা; রাজ্যের জনগণ তাকে আম্মা বলে ডাকে। ‘আম্মা’কে জেলে নেয়ার প্রতিবাদে আত্মহত্যা পর্যন্ত করেছে এক ভক্ত। এবার ওই ‘আম্মা’র সম্মানে আসছে নতুন মোবাইল হ্যান্ডসেট আম্মা। বন্ধ হয়ে যাওয়া প্লান্টে মোবাইল তৈরি করতে চাইছে নোকিয়ার কর্মীরা। কিছু দিন আগেই ট্যাঙ্ নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়েছে নোকিয়ার এ প্লান্ট। তাই শ্রীপেরুবুদুর প্লান্টের কর্মীরা নতুন করে মোবাইল তৈরির জন্য রাজ্য সরকারের কাছে যায়। সেখানে সরকারের তত্ত্বাবধানেই তৈরি করা হবে আন্তর্জাতিক মানের এ মোবাইল। আর সে মোবাইলের ব্র্যান্ড হবে ‘আম্মা’। উল্লেখ্য, ওই রাজ্যে আম্মা লবণ ও আম্মা ব্র্যান্ডের পানির কদর বেশ। এবার তাই বন্ধ প্লান্টে তৈরি মোবাইল বাজারে আনার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হয়েছে সংস্থার কর্মীদের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন মোবাইলের দাম নির্ধারণ করা হবে নূ্যনতম ৯০০ টাকা। ইন্টারনেট । ছবি প্রতিচ্ছবি ।