শুক্রবার ● ২৪ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » নিজে থেকে ব্রেক কষবে গাড়ি
নিজে থেকে ব্রেক কষবে গাড়ি
রাস্তায় চলাচলের সময় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক উদ্ভাবিত হয়েছে বেশ কিছুদিন আগেই। সুবারু এবং ভলভো প্রথম এই প্রযুক্তি নিয়ে আসে। তবে এবার ফোর্ডও তাদের গাড়িতে যুক্ত করতে যাচ্ছে এই প্রযুক্তি।
চলতি বছর ইউরোপের বাজারে নিয়ে আসা ২০১৫ মডেলের মনডিও সিডানে পাওয়া যাবে এই প্রযুক্তি। এই স্বয়ংক্রিয় ব্রেক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে। এতে রয়েছে একটি ক্যামেরা এবং একটি রাডার জা সামনে থেকে আগত গাড়ির ব্যাপারে লক্ষ্য রাখবে সবসময়।
এছাড়া সম্ভাব্য দুর্ঘটনা সম্পর্কে এটি চালককে সতর্ক করবে এবং যদি মনে হয় কোন দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে নিজে থেকেই থেমে যাবে এটি। তবে এই প্রযুক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকাও বুদ্ধিমানের কাজ হবে না। চালক নিজে সতর্ক থেকে বাড়তি সতর্কতা হিসেবে ব্যবহার করা যেতে পারে স্বয়ংক্রিয় ব্রেক।