মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি জার্নাল » ৫ কোটি গ্রাহক উৎসবে গ্রামীণফোন থ্রিজি ইন্টারনেটের গতি দ্বিগুন
৫ কোটি গ্রাহক উৎসবে গ্রামীণফোন থ্রিজি ইন্টারনেটের গতি দ্বিগুন
৫ কোটি গ্রাহকদের সেবা প্রদানের উৎসবে গ্রামীণফোন গ্রাহকরা এবার থ্রিজি ইন্টারনেট প্যাকেজে দ্বিগুন গতির সেবা উপভোগ করতে পারবেন।
এ উপলক্ষ্যে গ্রামীণফোনের থ্রিজি গ্রাহকরা থ্রিজি প্যাকেজের আওতায় কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুন গতির সেবা লাভ করতে পারবেন। এতে করে গ্রামীণফোনের শক্তিশালী এবং বৃহত্তর নেটওয়ার্কের আওতায় ৫১২ কেবিপিএস এর থ্রিজি ইন্টারনেট প্যাকেজের গতি বৃদ্ধি পেয়ে ১ এমবিপিএস পর্যন্ত হবে। পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করার আকাঙ্খা নিয়ে এগিয়ে যাওয়া গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য ইন্টারনেট সহজলভ্য এবং কার্যকরি করে তুলতে সচেষ্ট। বর্তমানে ৫ কোটির শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে উচ্চগতির থ্রিজি সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনমান বাড়াতে গ্রামীণফোন দৃঢ় প্রতিজ্ঞ। থ্রিজি এর গতি দ্বিগুণ হয়ে যাওয়াটা ভবিষ্যতে আসতে থাকা অনেক চমকের একটিমাত্র।
গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বোঙ্কে বলেন, ‘জিপি থ্রিজি নেটওয়ার্কের সাহায্যে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার অঙ্গীকার করেছে গ্রামীণফোনের। ‘সবার জন্য ইন্টারনেট ‘ সেবা দেয়ার আকাঙ্খা থেকেই গ্রাহকদের সেরা সেবা দেয়ার প্রচেষ্টা হিসেবে থ্রিজি ইন্টারনেটের গতি দ্বিগুন করা হয়েছে।’
দেশের বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণফোন এর নেটওয়ার্কের আওতায় ৫ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে। বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের অগ্রদূত এ গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১ কোটিরও ওপরে, যা সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের আওতায় ‘সবার জন্য ইন্টারনেট’ এর প্রত্যাশাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামীণফোন আগামী ৫ বছরে ৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে সেবা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহন করেছে।