মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকে নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে পুরস্কার
ফেসবুকে নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে পুরস্কার
ফেসবুকের বিজ্ঞাপনে নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে পুরস্কার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জনপ্রিয় এ সাইটের নিরাপত্তাবিষয়ক নিরীক্ষা চালিয়েছে তারা। ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী কলিন গ্রিন এক ব্লগ পোস্টে জানান, নিরীক্ষা চালানোর সময়ই বিজ্ঞাপন কোডে বেশকিছু বাগ বা নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে। প্রাথমিকভাবে সেগুলো সরিয়ে ফেলা হলেও থাকতে পারে আরও ক্রুটি। ওই অজানা ত্রুটি খুঁজে পেতে ফেসবুক হোয়াইট হ্যাটস হ্যাকারদের উৎসাহ দিচ্ছে। ত্রুটি খুঁজে দিতে পারলে পুরস্কৃত করা হবে তাদের। চলতি বছরের শেষ পর্যন্ত এ সুযোগ থাকবে। চলতি সপ্তাহে ফেসবুক ‘সেফটি চেক’ নামের নতুন এক ফিচার যুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জরুরি সঙ্কটের সময় মানুষ ফেসবুকে তার প্রিয়জন কোথায় কেমন আছেন, তার খোঁজখবর করেন। এ সময়ে বিপদগ্রস্ত এলাকার মানুষ কিংবা প্রিয়জনের খোঁজের অপেক্ষায় থাকা উদ্বিগ্ন স্বজনদের মধ্যে সহজে যোগাযোগের জন্য উপকারী হবে ‘সেফটি চেক’ ফিচারটি। ইন্টারনেট