সোমবার ● ২০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » এক মোবাইলে দুই স্ক্রিন
এক মোবাইলে দুই স্ক্রিন
স্মার্টফোনের দুনিয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের পর দিন নতুন প্রযুক্তিতে বাজার ছেয়ে যাচ্ছে। রুশ কম্পানি ইয়োটা ডিভাইস এক এমন স্মার্টফোন বাজারে এনেছে যার দুটি স্ক্রিন রয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই মোবাইলের দাম ২৩,৪৯৯ টাকা। জানা গেছে নকিয়ার এক প্রাক্তন ইঞ্জিনিয়ার এটি বানিয়েছেন।
এই ফোনটিতে ১.৭ জিএইচজেড ডুয়ালকোর প্রসেসর রয়েছে এবং এটির দুটি স্ক্রিনের মাপ ৪.৩ ইঞ্চি। এর পিছনের স্ক্রিনটি গ্রে এবং এটি সব সময় চালু থাকে। আগের দিকের স্ক্রিনটি আইপিএস এলসিডি ১৪এম কালার। ফোনের ফ্রন্ট স্ক্রিনের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল।
ফোনের পিছনের স্ক্রিনটি মূলত ফেসবুক, টুইটার ইত্যাদির জন্য ভালো কাজ করে এবং ফোন আসার পরও চালু থাকে। এতে কথা বলার সময়ে গ্রাহক সমস্ত কিছু ব্রাউজ করতে পারবেন। এই ফোনের ব্যাটারি ১৮০০ এমএএইচ।
এতে ৪.২.২ অ্যান্ড্রয়েড রয়েছে। এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ রয়েছে। এতে ৪জি, ৩জি, ২জি, ওয়াই-ফাই, জিপিএস ও ব্লুটুথের মতো ফিচার রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা এক মেগাপিক্সেল।