সোমবার ● ২০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » অদৃশ্য ছাতা “এয়ার আমব্রেলা”
অদৃশ্য ছাতা “এয়ার আমব্রেলা”
বৃষ্টিতে ভরসা হতে পারে ‘এয়ার আমব্রেলা’। লম্বা রডের মতো এই ডিভাইস ব্যবহারকারীকে বৃষ্টি থেকে বাঁচাবে চারপাশের বাতাস কাজে লাগিয়ে।
এয়ার আমব্রেলা চলবে লিথিয়াম ব্যাটারিতে। ব্যাটারি বিদ্যুৎ শক্তি যোগাবে এর মোটরে। আর মোটর ঘুরাবে ফ্যান ব্লেড। ফ্যান ব্লেড নীচের বাতাস টেনে নিয়ে এমনভাবে বাইরের দিকে ঠেলে দেবে যে বৃষ্টির পানি ব্যবহারকারীর গায়ে না পড়ে, বাইরের দিকে গড়িয়ে যাবে।
সীমাবদ্ধতা আছে এর ব্যাটারি লাইফ নিয়ে। মডেলভেদে একবারের চার্জে ১৫ থেকে ৩০ মিনিট একটানা ব্যববহার করা যাবে এয়ার আমব্রেলা।
বায়ুশক্তি নির্ভর বৈদ্যুতিক ছাতার চিন্তা এটাই প্রথম নয়। তবে আগের ডিভাইসগুলোর সঙ্গে এয়ার আমব্রেলার পার্থক্য, বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে এই ডিভাইসের উৎপাদনের জোর সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে এর নির্মাতারা চালু করেছেন কিকস্টার্টার প্রজেক্ট।
২৪ অক্টোবর পর্যন্ত চলবে এর তহবিল সংগ্রহের কাজ। প্রি-অর্ডারে দাম ১১৮ ডলার। ২০১৫ সালের ডিসেম্বরে ডিভাইসগুলো সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন এর নির্মাতারা।
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সবকিছুতেই এখন একে একে যোগ হচ্ছে বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন। সেই হিসেবে বৃষ্টির মধ্যে ভরসা যে ছাতার উপর, সেই ছাতাই যেন চোখ এড়িয়ে যাচ্ছিল সবার। এবার সেই প্রেক্ষাপট পাল্টে যেতে পারে এয়ার আমব্রেলার বদৌলতে।