সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ১৮ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ‘অ্যাপল পে’ পেমেন্ট সার্ভিস চালু করতে যাচ্ছে অ্যাপল
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ‘অ্যাপল পে’ পেমেন্ট সার্ভিস চালু করতে যাচ্ছে অ্যাপল
৫৮০ বার পঠিত
শনিবার ● ১৮ অক্টোবর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অ্যাপল পে’ পেমেন্ট সার্ভিস চালু করতে যাচ্ছে অ্যাপল

images.jpg

অবশেষে স্মার্টফোনভিত্তিক পেমেন্ট সার্ভিস ‘অ্যাপল পে’ চালু করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

গত ১৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপলের কুপার্টিনোর কার্যালয়ে একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে আগামি সোমবার থেকে বহুল আলোচিত অ্যাপল পে সেবা চালু হচ্ছে বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অ্যাপল পে’-এর সাথে প্রায় ৫শ’ ব্যাংক চুক্তি করেছে। এসবগুলো ব্যাংক থেকে অ্যাপল পে সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ব্লুমিংডেল, মেসিস, ম্যাকডোনাল্ডস, স্টেপলস এবং হোল ফুডসের মতো একাধিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথাও ইভেন্টে জানান স্বয়ং টিম কুক।

কুক বলেন, ‘স্মার্টফোনের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে অ্যাপল পে’ যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মনে করি আমরা। কোনো কিছু কেনার সময় আমরা যেভাবে পেমেন্ট করি সেই পদ্ধতিটি পাল্টে দেবে অ্যাপল পে।’

আইফোন সিক্স আর আইফোন সিক্স প্লাস ব্যবহারকারীরা নিমিষেই অ্যাপল পে’র মাধ্যমে লেনদেন করে এমন স্টোরগুলোতে দাম পরিশোধ করতে পারবেন। ক্রেতার ব্যবহার করা আইফোনটি স্টোর রেজিস্টারের কাছে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করা যাবে।

এছাড়া অ্যাপল স্টোর এবং আইটিউন্স থেকে কিছু কিনতে চাইলে ব্যবহার করা যাবে অ্যাপল পে। ‘পে উইথ অ্যাপল পে’ অপশনটিতে ট্যাপ করে আঙ্গুল ধরে রাখতে হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। সরাসরি চার্জ কেটে নেয়া হবে ব্যবহারকারীর ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে।

উল্লেখ্য, রেডিও ফ্রিকোয়েন্সি ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’ বা ‘এনএফসি’ প্রযুক্তির মাধ্যমে লেনদেন সংক্রান্ত তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করছে অ্যাপল পে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ