শনিবার ● ১৮ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ড্রোন তৈরী করলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির পাঁচ তরুণ
ড্রোন তৈরী করলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির পাঁচ তরুণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচ তরুণ তৈরী করলেন এমন একটি অত্যাধুনিক ড্রোন কপ্টার। যে ড্রোন বন্যা দুর্গত এলাকার মানুষকে সাহায্য করবে । ড্রোনটি কেবল বন্যার্ত নয় বাংলাদেশ সেনাবহিনী এটি যুদ্ধের কাজেও ব্যবহার করতে পারবেন। শত্রু সেনার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে ওই ড্রোনটি। এছাড়া ইলেকট্রনিক্স মিডিয়াতেও এটা ব্যবহার করা যেতে পারে ।
ড্রোন তৈরীর চিন্তাটা হঠাৎ করেই মাথায় আসে ড্যাফোডিল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ ছাত্রের। তারা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ক্লাবেরও সদস্য। নিজেদের টাকায় শুরু হলো পথচলা। ক্লাস-পরীক্ষার ফাঁকে ফাঁকে দিনরাত পরিশ্রম করতে লাগলেন তারা। অবশেষে তৈরি করা হলো ড্রোন। পরীক্ষামুলকভাবে ড্রোনটি উড়িয়ে সফলও হলেন তারা। স্বপ্নটাও বেড়ে গেল। নিজেদের তৈরী ওই ড্রোনটি নিয়েই সম্প্রতি Military Institute of Science and Technology (MIST) তে Aero-Design Competition and Exhibition 2014 এ অংশ নিলেন তারা। বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি টিমের মধ্যে সবার নজর কেড়ে নিল ড্যাফোডিল ইউনিভার্সিটির নাহিদ ফেরদৌসের টিম। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন ওই পাঁচ তরুণ।