বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীণফোনের ৫ কোটি গ্রাহক পূরণে কেক কেটে উদযাপন করেন পলক
গ্রামীণফোনের ৫ কোটি গ্রাহক পূরণে কেক কেটে উদযাপন করেন পলক
মঙ্গলবার পাঁচ কোটি গ্রাহক পূরণ করল নরওয়ে ভিত্তিক মোবাইল অপারেটর টেলিনরের এই অঙ্গপ্রতিষ্ঠানটি। ঐ দিনই এই মাইলফলকে পৌঁছানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নানা আয়োজনে তা উদযাপন করছে দেশ সেরা অপারেটরটি।
গত বুধবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে কেক কেটে এ সাফল্য উদযাপনে যোগ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ ও উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
প্রতিমন্ত্রী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণফোনকে বাংলাদেশে টেলিকম অপারেটরের লাইসেন্স দেন। ফলে এ সেক্টরে সেসময় চলতে থাকা মনোপলি ব্যবসা পুরোপুরি ভেঙ্গে যায়। যার ফলশ্রুতিতে এখন মানুষ অনেক কম রেটে মোবাইলে কথা বলতে পারছে। দেশে এই মোবাইল ফোন ব্যবহার ও তথ্যপ্রযুক্তি বিপ্লবের সুফল আজ আমরা ভোগ করছি।
গ্রামীণফোনের এই অর্জন দেশের তথ্যপ্রযুক্তি বিপ্লবেরই একটি অংশ বলে উল্লেখ করেন পলক। তিনি এ জন্য অপারেটরটিকে শুভেচ্ছা জানান। তিনি আরও জানান, চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়েজেদ জয়কে নিয়ে আমরা বাংলাদেশ থেকে নরওয়েতে অবস্থিত টেলিনরের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়েছি। সেখানে তাদের উন্নত প্রযুক্তির ব্যবহারের সঙ্গে পরিচিত হয়ে তা আমাদের দেশেও প্রয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
এসময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অ্যালান বঙ্কেসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।