বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ইবোলা প্রতিরোধে জাকারবার্গের ২৫ মিলিয়ন ডলার অনুদান
ইবোলা প্রতিরোধে জাকারবার্গের ২৫ মিলিয়ন ডলার অনুদান
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ইবোল ভাইরাস প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। তাঁর এই অর্থ গ্রহণ করবে সিডি সি ফাউন্ডেশন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার হয়ে অর্থ গ্রহণ এবং অর্থ বিতরণের কাজটি করে সিডিসি ফাউন্ডেশন।
এ বিষয়ে জাকারবার্গ জানান, ইবোলা ভাইরাসের সংক্রমণ এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে। আর তাই এটি দমনের এখনই উপযুক্ত সময়। তিনি আরও জানান, তিনি এবং তাঁর স্ত্রী ইবোলা প্রতিরোধে যৌথভাবে ২৫ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছেন।
গতকাল তাঁর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইবোলা ভাইরাস বর্তমানে খুবই বিপজ্জনক অবস্থায় আছে এবং খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে। “এই ভাইরাসটি যেন ছড়িয়ে পড়ে পরবর্তীতে এইচআইভি কিংবা পোলিওর মতো বিশ্বজুড়ে স্বাস্থ্যহুমকি হয়ে না দাঁড়ায়, সে জন্য অতিসত্বর ইবোলাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা মনে করি, আমাদের এই অর্থসাহায্য সিডিসি ও এর বিশেষজ্ঞদের ইবোলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে।’
গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্কবাণীতে জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ইবোলা সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছাবে যার ফলে প্রতি সপ্তাহে আক্রান্তের পরিমাণ দাঁড়াবে ১০,০০০ এ।