বুধবার ● ১৫ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘ফ্রি ফেসবুক’ সেবা বন্ধ করে দিল গ্রামীণফোন
‘ফ্রি ফেসবুক’ সেবা বন্ধ করে দিল গ্রামীণফোন
তানিম,কনটেন্ট কাউন্সিলর:
পাঁচ কোটি গ্রাহকের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন অনেক ঢাকঢোল পিটিয়ে ‘ফ্রি ফেসবুক’ সেবা চালু করলেও অনেকটা নীরবে এ সেবা আজ বুধবার থেকে বন্ধ করে দিয়েছে। গতকাল দু’ একটি জাতীয় পত্রিকার ভেতরের সাদাকালো বিজ্ঞাপন পেজে এ সংক্রান্ত ছোট করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
‘সবার জন্য ইন্টারনেট’ প্রদানের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে গ্রাহকদের জন্য গ্রামীণফোন এই অফার ঘোষণা করেছিল গত মাসের ১৪ তারিখে। সেবাটি চালু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। গ্রামীণফোনের যেকোনো ইন্টারনেট প্যাকেজ গ্রাহক প্রতিদিন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারতেন।এই ফ্রি ফেসবুক ব্রাউজিং সুবিধা ঘোষণার ঠিক এক মাস পরে আজ রাত ১২টার পর থেকে বন্ধ করে দেওয়া হয় আকর্ষণীয় এ অফারটি। অথচ এই খবরটি অনেকেরই অজানা।