![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বুধবার ● ১৫ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » ডেলের একের ভিতরে ২ ডিভাইসের আল্ট্রাবুক
ডেলের একের ভিতরে ২ ডিভাইসের আল্ট্রাবুক
গ্লোবাল ব্র্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ডেলের ইন্সপাইর ৩১৪৭ মডেলের একে ভিতরে ২ ডিভাইসের আল্ট্রাবুক। আল্ট্রাবুকটির ১১.৬-ইঞ্চির মাল্টি-টাচ্ স্ক্রিণ ফিচারের ডিসপ্লেটিকে ৩৬০-ডিগ্রী পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ মোড, স্ট্যান্ড মোড, টেন্ট বা তাঁবু মোড এবং ট্যাবলেট পিসি মোড এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডিসপ্লেটি মাল্টি-টাচ্ স্ক্রিনের হওয়ায় ট্যাবলেট মোডে আল্ট্রাবুকটির সবগুলো ফাংশন-ই আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়।
আল্ট্রাবুকটিতে আরো রয়েছে ২.১৬-গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর, ৪জিবি র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম। ইন্টারনেট বা অন্য ডিভাইসের সাথে সংযুক্ত করতে রয়েছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট। এছাড়া মাল্টিমিডিয়া উপভোগ করতে রয়েছে বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, এইচডি অডিও, স্টেরিও স্পিকার, মাইক্রোফোন, মেমোরী কার্ড রিডার। আল্ট্রাবুকটির মূল্য রাখা হয়েছে ৪৫ হাজার টাকা।
যোগাযোগ- ফোন : ০১৯৭৭৪৭৬৪৪৬, ৯১৮৩২৯১।