![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ফেসবুকে অচেনা অ্যাপ থেকে ঘটতে পারে বিপত্তি
ফেসবুকে অচেনা অ্যাপ থেকে ঘটতে পারে বিপত্তি
ফেসবুক সয়লাব নানা অ্যাপে। ক্লিক করলেই ঘটতে পারে বিপত্তি। ঘটতে পারে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার মতো ঘটনা। এমনকি ইনবক্সের ব্যক্তিগত তথ্য, ছবি চলে যেতে পারে অন্যের হাতে। ফেসবুকের মার্কেটিংকে কাজে লাগিয়ে প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে এসব অ্যাপের নির্মাতারা। এ অ্যাপের মাধ্যমে ইউজারদের অ্যাকাউন্টের দখল নিয়ে পরে ওই অ্যাকাউন্টগুলো মার্কেটিংয়ের কাজে লাগানো হয়। অথচ ইউজার ঘূর্ণাক্ষরেও টের পান না। এজন্য অচেনা কোনো অ্যাপে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এছাড়া নানা গেমের আড়ালে ফিশিংয়ের মাধ্যমেও অ্যাকাউন্টগুলো বেহাত হয়ে যাচ্ছে। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এসব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা চালাচ্ছে। এছাড়া ডিলিট করছে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট। নিরাপত্তা বিশেষজ্ঞরা অচেনা অ্যাকাউন্ট থেকে আসা মেসেজের উত্তর দেয়ার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে বলেছেন। তাদের দাবি, এসব অ্যাকাউন্ট থেকে আসা মেসেজগুলো আসলে ফাঁদ।