সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৩ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক হওয়ার ১৫টি ধাপ
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক হওয়ার ১৫টি ধাপ
১১৪৮ বার পঠিত
সোমবার ● ১৩ অক্টোবর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক হওয়ার ১৫টি ধাপ

dollar_girls-640px_0.jpg

ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক কিভাবে হওয়া যাবে? (সহিহ শুদ্ধ পথ কোন ভেজাল নাই)। জ্বি ভাই হওয়া যাবে, তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি?

আপনি অনার্স+ মাস্টার্স পাশ করতে কত দিন টাইম নিয়েছেন? যদি ৬ বছর হয়ে থাকে মনে রাখুন।

আপনি অনার্স+ মাস্টার্স পাশ না। ছোট বেলায় কারিগরি কাজ শিখেছেন? কত বছর টাইম লেগেছে? ৪ থেকে ৫ বছর। মনে রাখুন।

এখন আপনার আয় কত আর প্রথমে কত ছিল? এখন ২০ হাজার। প্রথমে ভার্সিটির পিছনে শুধু টাকা ঢালছি অথবা ওস্তাদের কাছে ফ্রি কাজ শিখছি, আর কাজ করছি। ওকে তাহলে আপনি যদি বাড়িতে বসে বড়লোক হতে চান তাহলে আপনার আইটি ও টেকনিক্যাল বিষয়ে প্রচুর আগ্রহ থাকতে হবে। প্রচুর ধৈর্য থাকতে হবে। মেধা হাল্কা ভালো হতে হবে।

প্রসিডিউরঃ

1- প্রথমে প্রচুর নেটে সার্চ দিন যেই বিষয়ে আয় করবেন সেই বিষয়ে যত বাংলা ইংরেজী আর্টিকেল আছে পড়ুন।
2- এরপর একটা সাবজেক্ট ফিক্স করুন যা আপনার ভালো লাগে আর আপনি পারবেন।
3- এই সম্পর্কিত যত ট্রেনিং আছে তা করে ফেলুন। ট্রেনিং করার আগে ঐ বিষয়ে বাংলা ইংরেজী ভিডিও টিউটোরিয়াল টেক্সট টিউটোরিয়াল পড়ুন।
4-এরপর ট্রেনিং এ ভর্তি হয়ে যান।
5-এরপর রিয়েল টাইম কিছু প্রজেক্ট বানান।
6- এরপর কোন কোম্পানি বা সিনিয়র ফ্রিল্যান্সার এর হাত পা ধরুন যাতে আপনাকে তার আন্ডারে বিনা বেতনে ১ বছর ইন্টার্নি করার সুযোগ দেয়। আপনি নিজের টাকা খরচ করে তার অফিসে যাবেন আসবেন বিনিময়ে মাস শেষে এক টাকাও পাবেন না এই নিয়তে কাজ শুরু করুন। (এই সময় হাংকি বাংকি চলবে না। মানে বেতন দেয়না তোই দেরি করে অফিসে আসবেন। কাজ ঠিক ঠিক ঠাক মত করবেন না, ক্লাইন্ট নিয়া ভাগবেন এইগুলা করবেন না। ) তার ইনস্ট্রাকশনে কাজ করুন। কাজ বুঝুন।
7-ইংরেজীতে দক্ষ হতে সাইফুরস বা এফএম মেথডে যত স্পোকেন রিলেটেড বেসিক এডভান্সড কোর্স আছে সব গুলা করুন।
8-এরপর পার্সপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সব রেডি রাখুন। স্কিল, পেওনিয়ার এর একাউন্ট খুলে ফেলুন।
9- এইবার ১ বছর পার হইলে ইন্টার্নি শেষ হইলে বাসায় হাই স্পিড এর নেট এর লাইন নিন।
10-ওডেস্ক , ইল্যান্স, ফ্রীল্যান্সার এর যত পরীক্ষা আছে এই রিলেটেড ব্লগ গুলা যত আছে সব গুলা ঘাটুন। পরীক্ষা দেওয়ার জন্য থিউরি সব আয়ত্তে আনুন।
11-এবার এক যোগে ওডেস্ক, ইল্যান্স, পিপল আর আওয়ার, ফ্রিল্যান্সার এর একাউন্ট খুলুন।
12-সব গুলার আইডি ভেরিফাই করুন, পরীক্ষা দিয়ে ১০০% প্রফাইল কমপ্লিট করুন।
13-এর পর বিড করুন। ৩ সপ্তাহ টানা বিড করুন। একটা না একটা কাজ পাবেন ই।
14-প্রথম কাজ খুব মনোযোগ দিয়ে করুন। ভালো ফিডব্যাক নিন।
15-এর পর ১ বছর লোয়ার অথবা মিড লেভেলের কাজ করুন। এর পরের বছর হাই লেভেলের কাজ করুন।

পরের বছর থেকে আপনার নূণ্যতম আয় ৩ হাজার ডলার হবে। টোটাল টাইম লাগবে আড়াই বছর। দুনিয়াতে কোন জব নাই যেখানে ইনিশিয়াল বেতন ১০ হাজার টাকা হলে আড়াই বছর পরে বেতন আড়াই লাখ টাকা হবে। ১ বছর কাজ করুন। দেখবেন ব্যাংক ব্যালেন্স ৩০ থেকে ৪০ লাখ টাকা হয়েছে। এই মেথড কেউ এপ্লাই করার পরে যদি টাকা কামাতে না পারেন তাহলে আমি তার একাউন্টে ৪০ লাখ টাকা দিয়ে দিবো। তবে শর্ত একটাই আমার পুরা মেথড ১০০% মেনে চলতে হবে। সব শর্ত সহ।

এই পোস্ট যত পারেন সব গ্রুপে নিজের নামে পোস্ট মারতে পারবেন। এইটা আমি কস্ট করে লিখেছি শুধু আপনাদের উপকারের জন্য। যত শেয়ার হবে, তত মানুষ জানতে পারবে; আর যত গ্রুপে পোস্ট হবে তত জানতে পারবে। কেউ আমাকে ক্রেডিট দিক আর না দিক তাতে আমার যায় আসেনা। নিজের নামেও চালিয়ে দিতে পারবেন। এই মেথডে আমি ফ্রিল্যান্সার হয়েছি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা ব্যাংক, আইসিএমএবি ও মাস্টারকার্ডর যৌথ উদ্যোগে ভার্টিক্যাল ক্রেডিট কার্ড চালু
দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
আইসিটি খাতের ঐক্যে ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
গ্রামীণফোনের নতুন সেবা ১ নম্বর এক্সপ্রেস
সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ অনুষ্ঠিত
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’