সোমবার ● ১৩ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সিংয়ের জন্য বিনামূল্যে ইংলিশ প্রশিক্ষণ
ফ্রিল্যান্সিংয়ের জন্য বিনামূল্যে ইংলিশ প্রশিক্ষণ
বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রিল্যান্সারদের ইংরেজি কমিউনিকেশনে দক্ষ করে গড়ে তুলতে স¤পূর্ণ বিনামূল্যে ইংলিশ প্রশিক্ষণের ঘোষণা দিল ক্রিয়েটিভ আইটি লিমিটেড। আইটি প্রফেশনে কর্মরত এবং ইংরেজির বেসিক জানা ব্যক্তিদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইনে আবেদনকৃত প্রথম ৭০ জন বিনামূল্যের এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। দুই মাসব্যাপী এই ইংলিশ প্রশিক্ষণে অংশ নিতে হলে আগামী ২০ অক্টোবরের মধ্যে http://goo.gl/rGo5H8 ঠিকানায় আবেদন করতে হবে। ক্লাস শুরু হবে ২৬ অক্টোবর থেকে এবং সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে ক্লাস হবে। কমিউনিকেশন ইংলিশ ফর আউটসোর্সিং বা সিইও নামের উক্ত প্রশিক্ষণে কমিউনিকেশন ইংলিশের অন্তর্ভুক্ত ¯েপাকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং এবং সাকসেস প্রোফাইল তৈরির কৌশল শেখানো হবে। একই সঙ্গে বায়ারদের সাথে বিদেশি ভাষায় যোগাযোগ করার সময় যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে তাও শেখানো হবে। এ ব্যাপারে ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন বলেন, বাংলাদেশের মানুষ আইটি প্রফেশনে দক্ষ হওয়া শর্তেও ইংরেজি কমিউনিকেশনে অদক্ষতার কারণে ৮০ শতাংশ মানুষ বাইরের দেশের কাজ পাচ্ছেন না। আমরা তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।