শনিবার ● ১১ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » “হাসলেই জরিমানা” হাসি মাপতে প্রযুক্তির ব্যবহার !!
“হাসলেই জরিমানা” হাসি মাপতে প্রযুক্তির ব্যবহার !!
হাসলেই অর্থদ-। বিষয়টি হাস্যকর বটে; কিন্তু ঘটনা সত্য। বার্সেলোনার একটি কমেডি ক্লাব শো উপভোগের বিপরীতে দর্শকদের হাসির জন্য টাকা ধার্য করছে। আর হাসি মাপতে এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা মুখভঙ্গি ট্র্যাক করেই বুঝে নেবে দর্শকরা শো কতটা উপভোগ করছেন। ট্রিটরেনু নামের ওই ক্লাব কর্তৃপক্ষ প্রতিটি সিটের পেছনে একটি করে ট্যাব যুক্ত করে তাতে সফটওয়্যার ইনস্টল করে দিয়েছে। শো চলাকালীন কেউ হাসলেই ট্যাবটি মুখভঙ্গি রেকর্ড করে রাখবে। আর প্রতিটি হাসির জন্য নেয়া হবে ০.৩৩ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ২৯ টাকা)। শো-তে কোনো টিকিট নেই; কিন্তু হাসির ওপর দিতে হবে মূল্য। আর সেটিই শো-এর দাম। তবে হলে ঢোকার সময় দর্শকদের ২৪ ইউরোর একটি টোকেন নিতে হবে। সেখান থেকে হাসি বাবদ যা খরচ হবে, শুধু ততটুকুই কেটে রাখবে ক্লাব কর্তৃপক্ষ। হাসি মেপে টাকা নেয়ার জন্য একটি অ্যাপ বানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের মতে, এ পরীক্ষা ভালোই ফল দিচ্ছে। কেননা এতে গড়ে একটি টিকিটের দাম পড়ছে ৬ ইউরো। জানা গেছে, স্পেনের অন্য থিয়েটারগুলোও এ পদ্ধতি অনুকরণ শুরু করেছে। কায়রানোস মেকান নামের একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে চলে ওই ক্লাবটি। থিয়েটারের টিকিটে সরকারের কর বৃদ্ধির প্রতিবাদ হিসেবে এ পরীক্ষা চালাচ্ছে তারা। কর বৃদ্ধির কারণে অনেক দর্শক-শ্রোতা হারিয়ে যাচ্ছে বলে জানান তারা।