শুক্রবার ● ১০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » এইচটিসি-এ ১৩ মেগাপিক্সেলের সেলফি
এইচটিসি-এ ১৩ মেগাপিক্সেলের সেলফি
এইচটিসি নতুন ‘ডিজায়ার আই’ স্মার্টফোনটি নিয়ে প্রযুক্তিপণ্যের বাজারে ছড়িয়ে পরেছে নতুন গুজব। স্মার্টফোনটিতে দুটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, শোনা যাচ্ছে এমনটাই।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এইচটিসির নতুন স্মার্টফোন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও গুজবের কমতি নেই প্রযুক্তি বাজারে। নামটা নিশ্চিত না হলেও বেশিরভাগ গুজবেই স্মার্টফোনটিতে চিহ্নিত করা হচ্ছে ‘ডিজায়ার আই’ অথবা ‘ওয়ান এম৮ আই’ নামে।
বাজারে চাউর হওয়া গুজব অনুযায়ী, এইচটিসির নয়া স্মার্টফোনটিতে থাকবে ১৩ মেগাপিক্সলের দুটি ক্যামেরা, ৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২ জিবি র্যাম, ২.৩ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর এবং ২৪০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি। অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি ।
৮ অক্টোবর এইচটিসির আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ডিজায়ার আই বা ওয়ান এম৮ আই স্মার্টফোনের অভিষেক হতে পারে বলে জানিয়েছে সিনেট।