শুক্রবার ● ১০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ছয় দেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে এক সিম!
ছয় দেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে এক সিম!
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে কাজ করবে এ সিম
পাঁচ প্রতিবেশী দেশে একযোগে কাজ করতে সক্ষম সিম নিয়ে আসছে গ্রামীণফোনের মূল কম্পানি নরওয়েভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও একযোগে কাজ করবে ‘টেলিনর মিয়ানমার’ এর এই সিম কার্ড। মিয়ানমারভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিজিমা ডটকম-কে এ তথ্য নিশ্চিত করেছেন টেলিনর মিয়ানমারের এক মুখপাত্র।
অপরদিকে প্রতিষ্ঠানটির অপর এক মুখপাত্র জানিয়েছেন, আগামী ১২ অক্টোবর থেকে বিক্রয় প্রতিনিধিদের মধ্যে সিম কার্ড বরাদ্দ শুরু হবে। তবে তা গ্রাহক পর্যায়ে পৌঁছতে আরো কয়েক দিন সময় লাগতে পারে। প্রতিটি সিম কার্ডের জন্য গ্রাহকদের গুনতে হবে দেড় হাজার কিয়াত বা দেড় ডলার।
টেলিনর মিয়ানমারের তথ্যবিষয়ক কর্মকর্তা কো সো থিউ টন মিজিমা ডটকমকে জানিয়েছেন, বর্তমানে মিয়ানমারের রাজধানী নাইপেদোতে পরীক্ষামূলক নেটওয়ার্ক চালু করেছে টেলিনর। শিগগিরই দেশটির জনবহুল শহরগুলোয় সিম কার্ডের বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।