মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » ওয়েব রিভিউ » অবশেষে বন্ধ হলো ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইট
অবশেষে বন্ধ হলো ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইট
কয়েক বছর অকার্যকর থাকায় অবশেষে বন্ধ করে দেয়া হলো ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ওয়েবসাইটটি। মূলত বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের বিভিন্ন তথ্য তুলে ধরার উদ্দেশ্যে ২০১০ সালে এই সাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।
ওয়েবসাইটটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। ইউএনডিপির অর্থায়নে চালু করা হয়েছিলো ওয়েবসাইটটি।
সাইটের বেহাল অবস্থা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা বন্ধ করে দেয় সরকার।
এ ব্যাপারে এটুআইয়ের যোগাযোগ কর্মকর্তা হাসান বেনাউল ইসলাম জানান, www.digitalbangladesh.gov.bd ঠিকানাটি ভুল আর তাই তা বন্ধ করে দেয়া হয়েছে। বিভ্রান্তি এড়াতে বর্তমানে সরকারের তথ্যপ্রযুক্তিভিত্তিক সব সেবা ও কর্মকাণ্ডের তথ্য জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট www.bangladesh.gov.bd-এ গেলেই পাওয়া যাবে।