শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ম্যাক্সাসের সাথে রবি’র চুক্তি
ম্যাক্সাসের সাথে রবি’র চুক্তি
দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি দ্রুত বর্ধনশীল মিডিয়া এজেন্ট ম্যাক্সাস বাংলাদেশের সাথে একটি চুক্তি সই করেছে। চুক্তির আওতায় ম্যাক্সাস প্রিন্ট, ইলেকট্রনিকসহ অন্যান্য মিডিয়ায় রবির উপস্থিতি নিশ্চিত করবে।
রবি আজিয়াটা লিমিটেডের এমডি ও সিইও সুপুন বীরাসিংহে এবং ম্যাক্সাস বাংলাদেশের গ্রুপ চেয়ারম্যান আলী যাকের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সুপুন বলেন, “ম্যাক্সাসকে সহযোগী হিসাবে পেয়ে আমরা গর্বিত এবং আমাদের প্রত্যাশা, আমরা একত্রে সাফল্যের পথে এগিয়ে যাব। রবি সবসময়ই তার গ্রাহকের গুরুত্ব বোঝে এবং ম্যাক্সাসকে সাথে পাওয়ায় আমরা গ্রাহককে আরো মানসম্মত সেবা প্রদান করতে পারব। বাংলাদেশের গণমাধ্যমে আমাদের বিনিয়োগকে ম্যাক্সাস সার্থক করে তুলবে বলে আমাদের প্রত্যাশা।”
ম্যাক্সাস বাংলাদেশের গ্রুপ চেয়ারম্যান আলী যাকের বলেন, “রবি পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। গণমাধ্যমকে আরো বৈচিত্রময় ও সৃজনশীল করে তুলতে যাত্রার শুরু থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যাক্সাস। আমদের কাজই হচ্ছে গ্রাহকের প্রত্যাশার ব্যাপারটি ধরতে পারা যাতে আমরা সঠিক ক্রেতার কাছে সঠিক পণ্যটি নিয়ে পৌঁছাতে পারি। রবির সাথে আমাদের পথচলা টেলিযোগাযোগ শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়েই উইপ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ, ভাইস প্রেসিডেন্ট জাহেদ হোসেন ও ভাইস প্রেসিডেন্ট রোহিত হেট্টিয়ারাটচি এবং ম্যাক্সাস থেকে ম্যানেজিং ডিরেক্টর সারা যাকের ও ডিরেক্টর ইরেশ যাকের উপস্থিত ছিলেন।