শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যক্তিত্ব কমিয়ে দেয় সেলফি!
ব্যক্তিত্ব কমিয়ে দেয় সেলফি!
স্মার্টফোনে সেলফির প্রচলন হওয়ার আগে ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলতে দেখা গিয়েছিল কমেডি চরিত্র মিস্টার বিনকে। কতিপয় সেলিব্রেটি সামাজিক মিডিয়ায় সেলফি দেয়ার পর বিষয়টিকে বেশ মজার বলে মনে করছেন সবাই। সেলফি তুলে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ফ্লি করে শেয়ার করাই মূল উদ্দেশ্য।
সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, যারা অতিরিক্ত সেলফি তোলে ও শেয়ার করে তাদের সঙ্গে ঘনিষ্ঠদের সম্পর্কের অবনতির ঘটে বেশি। বার্মিংহাম বিজনেস স্কুলের গবেষক ড. ডেভিড হাগটন বলেন, ‘নিজের ছবি নিজে তোলার বিষয়টি সবচেয়ে বিরক্তিকর। আর সেই ছবিটাও হয় অদ্ভুত। এ অদ্ভুত ছবি শেয়ার করতে থাকাটা অন্যের কাছে বিরক্তির কারণ হতে পারে। গবেষণা মতে, যারা অতিরিক্ত সেলফি পোস্ট করে তারা পরিচিতজনের কাছ থেকে কম গুরুত্ব পান। দি নিউইয়র্ক ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে যারা বেশি সেলফি শেয়ার করেন তাদের প্রতি অনেকেরই বিরূপ মনোভাব তৈরি হয়। ধীরে ধীরে সেলফি আসক্তরা আপনজনদের কাছেই নিজেদের ব্যক্তিত্ব হারান। এতে এক ধরনের আত্মকেন্দ্রিক মনোভাবেরও প্রকাশ পায়। এছাড়া নিঃসঙ্গ মানুষ, যাদের ছবি তুলে দেয়ার কেউ থাকে না তারাই সাধারণত সেলফি তোলেন।ছবিটি প্রতিছবি মাত্র ।