সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৮, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » ফ্রি টক টাইম ও ইন্টারনেট সেবা নিয়ে স্যামস্যাং-রবির বান্ডেল অফার
প্রথম পাতা » নতুন পণ্য » ফ্রি টক টাইম ও ইন্টারনেট সেবা নিয়ে স্যামস্যাং-রবির বান্ডেল অফার
৭৬৪ বার পঠিত
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রি টক টাইম ও ইন্টারনেট সেবা নিয়ে স্যামস্যাং-রবির বান্ডেল অফার

robi-samsung.jpg

রাজস্বের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড স্যামসাংয়ের সাথে একটি বান্ডল অফার চালু করেছে। অফারের আওতায় গ্রাহকরা ৮ হাজার ৯০০ টাকায় বান্ডলটি গ্রহণ করলে একটি স্যামসাং গ্যালাক্সি এইচ এনএক্সটি মোবাইল ফোন সেটসহ সমপরিমাণ টাকার ফ্রি টক টাইম ও ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

আকর্ষণীয় এ অফারটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং এটি গ্রহণ করতে গ্রাহককে রবি সিম ব্যবহার করতে হবে। অফারটি পেতে ১২৩ নাম্বারে (রবি কাস্টমার কেয়ার) কল করে নিবন্ধিত হতে হবে গ্রাহকদের। নিবন্ধন শেষে বান্ডল অফারটি চালু করবে রবি। রবির বর্তমান ও নতুন সব গ্রাহকই এই অফারটির সুযোগ গ্রহণ করতে পারবেন।

অফারটির আওতায় গ্রাহকরা প্রথম তিন মাস রবি গ্রাহকদের সাথে ৩ হাজার ৩০০ মিনিট এবং অন্য অপারেটরে ৬৭৫ মিনিট কথা বলা এবং ১৫ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। এরপর চতুর্থ থেকে দ্বাদশ মাস পর্যন্ত যে কোন পরিমাণ ডাটা প্যাক ক্রয় করলেই সমপরিমাণ (১০০%) বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বান্ডলটির উদ্বোধন উপলক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রবি তার গ্রাহকদের জন্য সবসময়ই উদ্ভাবনী সেবা দেয়ার চেষ্টা করে। রবি একটি গ্রাহককেন্দ্রিক কোম্পানি, আর এজন্যই এমন একটি অনন্য পণ্য চালু করেছি আমরা। আমি নিশ্চিত গ্রাহকদের কাছে এটি একটি আকর্ষণীয় ও প্রয়োজনীয় পণ্য হয়ে উঠবে। অন্যদিকে এই অফারের মাধ্যমে গ্রাহকরা স্বাচ্ছন্দে আমাদের ৩.৫জি সেবা উপভোগ করতে পারবেন।”

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার চুন সু মুন গ্যালাক্সি এইচ এনএক্সটি সম্পর্কে বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দেয়ার লক্ষ্যে স্যামসাং বদ্ধপরিকর। বিশ্বের সাথে এদেশের তরুণদের যোগসূত্র স্থাপন করতে সাশ্রয়ী মূল্যে বিশেষ নকশায় এই থ্রিজি এনেবল স্মার্টফোনটি বাজারে এনেছি আমরা।”

এ সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সুপুন বীরাসিংহেসহ রবি ও স্যামসাংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’