মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেসিসের সঙ্গে যৌথভাবে কাজ করবেন নতুন আইসিটি সচিব
বেসিসের সঙ্গে যৌথভাবে কাজ করবেন নতুন আইসিটি সচিব
দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন, রফতানি আয় বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরিসহ নানা কার্যক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-কে সঙ্গে নিয়ে কাজ করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নবনিযুক্ত সচিব শ্যাম সুন্দর শিকদার। সোমবার আইসিটি বিভাগে সচিবের সঙ্গে বেসিস কার্যনির্বাহী কমিটির এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল ও নির্বাহী পরিচালক সামি আহমেদ। বেসিস প্রতিনিধিরা এসময় সচিবকে বেসিসের বিভিন্ন কার্যক্রম, ওয়ান বাংলাদেশ ভিশন সম্পর্কে অবহিত করেন। সচিব বেসিসের এসব কার্যক্রমের প্রশংসা করেন।
নবনিযুক্ত সচিব বলেন, তথ্যপ্রযুুক্তি খাত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এই খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ও সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বেসিসের ‘ওয়ান বাংলাদেশ’ ভিশন একটি সময়োপযোগি পদক্ষেপ। তাই ওয়ান বাংলাদেশ ভিশন বাস্তবায়নে আগামীতেও আইসিটি মন্ত্রণালয় বেসিসসহ অন্যান্য আইসিটি সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে।