সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইন মিউজিক স্টেশন আনতে যাচ্ছে গ্রামীণফোন
অনলাইন মিউজিক স্টেশন আনতে যাচ্ছে গ্রামীণফোন
গ্রাহকদের জন্য একটি পরিপূর্ণ অনলাইন মিউজিক স্টেশন আনতে যাচ্ছে মোবাইল অপারেটর গ্রামীনফোন।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে টেলিনর ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা রল্ভ-এরিক স্পিলিং অপারেটরটির বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরটির নরওয়ে ভিত্তিক টেলিনরের একটি অঙ্গ-প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গত সপ্তাহে মজিলা ফায়ারফক্স ওএস’র একটি স্মার্টফোন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় আসেন স্পিলিং। উক্ত অনুষ্ঠানে স্পিলিং জানান, বাংলাদেশের বাজার নিয়ে তারা নতুন সব আইডিয়া নিয়ে কাজ করছেন। আবার ইউরোপ বা অন্য দেশে অধিক প্রচলিত সেবাগুলোও এ দেশের উপযোগী করে চালু করতে যান।
টেলিনরের ঊর্ধ্বতন এ কর্মকর্তা আরো বলেন, ‘অতি শীঘ্রই গ্রামীণফোনের পাঁচ কোটি গ্রাহকের জন্যে একটি পরিপূর্ণ মিউজিক স্টেশন চালু করতে চাই আমরা। ইতোমধ্যে নর্ডিক অঞ্চলের অনেকগুলো দেশে টেলিনর এ সেবা চালু করেছে।
তবে মিউজিক স্টেশন সম্পর্কে আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি স্পিলিং।
তবে গ্রামীনফোনের অপর একটি সূত্র জানিয়েছে, এখনও গ্রামীনফোন কর্তৃপক্ষ স্থানীয় মিউজিক নিয়ে কাজ করছেন। তবে টেলিনর ডিজিটালের কার্যক্রম আরও বড় কলেবরে সাজানো হচ্ছে, যেটি আসলে বাংলাদেশের বাজারে সাড়া ফেলে দেবে।