সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ১ কোটি আইফোন-৬ এবং ৬ প্লাস বিক্রি !!
১ কোটি আইফোন-৬ এবং ৬ প্লাস বিক্রি !!
একের পর এক রেকর্ড করেই চলেছে আইফোন ৬ এবং ৬ প্লাস। অগ্রিম বুকিং শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় ৪ মিলিয়ন ইউনিট কেনার আদেশ জমা পড়েছিল অ্যাপলের সাইটে। এবার অ্যাপল জানিয়েছে, বিক্রি শুরুর পর প্রথম সপ্তাহের দুইদিনেই ১০টি দেশে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ১ কোটি আইফোন ৬ এবং ৬ প্লাস।
অ্যাপল জানিয়েছে, আগামী সপ্তাহেই আরও ২০ টি দেশে শুরু হবে ফোন দুটির বিক্রয় কার্যক্রম। একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বিশ্লেষক রস রুবিন জানিয়েছেন, নিঃসন্দেহে আইফোন ৬ বিক্রয় কার্যক্রম ছিল কোন অ্যাপল পণ্যের জন্য সবচেয়ে বড় ইভেন্ট। তিনি আরও জানান, অ্যাপল এখন বাড়তি চাহিদা মেটাতে অবশ্যই আরও ফোন বাজারে ছাড়বে।
দুই বছর আগে যখন অ্যাপল আইফোন ৫ বাজারে আনে, তখন প্রথম ২৪ ঘণ্টায় অগ্রিম বুকিং পড়েছিল প্রায় ২ মিলিয়ন। আর প্রথম সপ্তাহে বিক্রির পরিমাণ ছিল ৫ মিলিয়ন। সেদিক থেকে হিসেব করলে পূর্বের সকল রেকর্ড ছাড়িয়েছে আইফোন ৬।
মূলত বড় ডিসপ্লে ছিল আইফোন ভক্তদের সবচেয়ে বড় চাহিদা। আর এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রথমবারের মত অ্যাপল নিয়ে এসেছে ৪.৭ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লের দুটি আইফোন সংস্করণ। আর ব্যাটে বলে মিলে যাওয়ায় ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছে ফোনটির জন্য।