সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » শিশুদের বিপদ থেকে বাঁচাবে অ্যাপ
শিশুদের বিপদ থেকে বাঁচাবে অ্যাপ
আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়, স্কুল পড়-য়া ছেলেমেয়েদের স্কুলে যাওয়া আসার পথে বা অন্য কোনও সময় দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা তাকে জিম্মি করে তার বাবা মায়ের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। অনেক সময় এমন শিশুদের মেরেও ফেলে তারা।
শিশুদের এমন সমস্যা থেকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঞ্চলের ১২ বছর বয়সী একটি শিশু নতুন একটি অ্যাপ তৈরি করেছে। এটি অ্যান্ড্রয়েড চালিত ফোনে ব্যবহার করা যাবে।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ার বাটনকে ভার্চুয়াল প্যানিক বাটনে পরিণত করতে পারে। যদি কোনও শিশু কোথাও বিপদে পড়ে বা অপহৃত হয় তাহলে সে তৎক্ষণাৎ পাওয়ার বাটনে কয়েক চাপ দিলে তার পরিচিত লোকজনের ফোনে ‘সেভ মি’ লেখা একটি ম্যাসেজ এবং সে কোথায় অবস্থান করছে সে সংক্রান্ত একটি ম্যাপ চলে যাবে। পরে তাকে তার স্বজনরা এসে উদ্ধার করতে পারবে।