সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » বিয়ের পোশাক খুঁজতে অ্যাপ
বিয়ের পোশাক খুঁজতে অ্যাপ
মানুষের জীবনে বিয়ে সাধারণত একবারই হয়। এ দিনে সবাই তার মনের মত পোশাক পরতে চায়। তবে সময়ের অভাবে বা বাজারে গিয়ে বিভিন্ন দোকানও ঘুরেও অনেকে ব্রাইডাল গাউন বা বিয়ের দিনে পরা পোশাক খুঁজে পান না। মানুষকে এসব সমস্যা থেকে মুক্তি দিতে এবার গবেষকরা নতুন এক ধরনের অ্যাপ তৈরি করেছেন।
এটির নাম দেয়া হয়েছে, ‘ওয়েডিং ড্রেস স্টুডিও অ্যাপ’। এটি ব্যবহার করে ক্রেতারা তিন শতেরও বেশি ডিজাইনের গাউন দেখতে পারবে ও বিভিন্ন ফ্যাশন্স হাউজের খোঁজ নিতে পারবে। পরে এখান থেকে সে পছন্দমত গাউন কিনতে পারবে।
বিবাহ বিষয়ক ওয়েবসাইট ‘দ্য নট’ গত বছর ১৩ হাজার দম্পতির উপর জরিপ চালিয়ে দেখেছেন, নববধূরা তাদের ব্রাউডাল গাউন কিনতে গড়ে ১২৮১ ডলার ব্যয় করে থাকে।