সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » অপরাধের খবর নেবে অ্যাপ !!
অপরাধের খবর নেবে অ্যাপ !!
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নানা অপরাধের খবর জানাবে অ্যাপ ‘ক্রাইমরিপোর্টসবিডি’। অ্যান্ড্রয়েড ও ওয়েবভিত্তিক এ অ্যাপটির মাধ্যমে যে কেউ কোনো অপরাধের তথ্য বা ঘটনা শেয়ার করতে পারবেন। স্মার্টফোনে এটি ইনস্টল করা থাকলে অপরাধ সংঘটিত হওয়ার স্থান থেকে সরাসরি ছবি বা ভিডিও আপলোড করা যাবে।
খবর দাতাদের নাম প্রকাশ বাধ্যতামূলক নয়। এটি বানিয়েছেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দল ‘বুয়েট অ্যাপকোর।’ আপলোড করা তথ্যগুলো সঠিক কিনা তা যাচাইয়েরও সুযোগ থাকবে। সঠিক না হলে আনভেরিফাইড করে রাখা হবে। ইউজার অ্যালার্ট অপশনের মাধ্যমে সাবস্ক্রাইবারদের মেইলে অ্যালার্ট পাঠানো হবে। যারা স্মার্টফোন ব্যবহার করেন না তারাও ০১৫৩৬-২৫০৪২৪ নম্বরে এসএমএস করে যে কোনো অপরাধের ঘটনা অ্যাডমিনকে জানাতে পারবেন।