সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাইস বাকেট চ্যালেঞ্জ-এ কারমুডি
রাইস বাকেট চ্যালেঞ্জ-এ কারমুডি
দেশের গাড়ি কেনাবেচার শীর্ষস্থানীয় অনলাইন কোম্পানি কারমুডি জাগো ফাউন্ডেশনের সহায়তায় সম্প্রতি অংশ নিলো রাইস বাকেট চ্যালেঞ্জে।
সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পাওয়া এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ এর ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশে রাইস বাকেট চ্যালেঞ্জ ক্যাম্পেইন চালু হয়, যার মুল উদ্দেশ্য হল দেশের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
সামাজিকভাবে দায়িত্বশীল কোম্পানি হিসাবে কারমুডি এই রাইস বাকেট চ্যালেঞ্জে অংশগ্রহণ করে এবং দেশের অসহায়-দরিদ্র মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসে। জাগো ফাউন্ডেশনের সহায়তায় বনানীর করাইল বস্তিতে বসবাসকারী হত দরিদ্র পরিবারের মাঝে ১০০ কেজি চাল বিতরণ করা হয় এই উদ্যোগের মাধ্যমে। এছাড়াও, জাগোর স্কুলে পড়া হতদরিদ্র শিশুদের হাতে তুলে দেওয়া হয় লেখাপড়ার সরঞ্জামাদি। বেলা জে অ্যান্ডা, জুলিয়ান আন্ডারডাউন, রুবাইয়াৎ সাদ মজিদ, শাহীন লায়লাসহ কারমুডির অন্যান্য কর্মীরা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন।
কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, “বাংলাদেশের ভেহিকেল মার্কেটে অবদান রাখার পাশাপাশি কারমুডি এদেশের দারিদ্র্য সমস্যার উপরও সমান গুরুত্বারোপ করে। এই সমস্যা এক দিনে দূর করা সম্ভব নয়, অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তায় আমরা যেন এগিয়ে আসতে পারি সে ব্যাপারে আমাদেরকে সবসময়ই চেষ্টা করে যেতে হবে। রাইস বাকেট চ্যালেঞ্জে অংশগ্রহণ করে এবং জাগো-এর স্কুলের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”
কারমুডির রাইস বাকেট চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এবং এতে অংশ নেওয়ার মাধ্যমে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসতে চাইলে ক্লিক করুন http://ow.ly/BByrn ।
কারমুডি সম্পর্কেঃ
২০১৩ সালে প্রতিষ্ঠিত কারমুডি এখন বাংলাদেশ, ক্যামেরুন, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট , মেক্সিকো, মায়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনস, কাতার, সৌদি আরব, সেনেগাল, ইউনাইটেড আরব আমিরাত, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় বিস্তৃত রয়েছে। যানবাহন ক্রয়-বিক্রয়ের এই মাধ্যমটি ক্রেতা, বিক্রেতা এবং ব্যবসায়ীদেও গাড়ি, মোটরসাইকেল এবং বাণিজ্যিক যানবাহন অনলাইনে বেচাকেনার এক বিশেষ ক্ষেত্র সৃষ্টি করেছে।
এপিএসিআইজি সম্পর্কে
এশিয়ার শীর্ষস্থানীয় ইন্টারনেট প্লাটফর্ম এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্র”প (এপিএসিআইজি) হল রকেট ইন্টারনেট এবং ওরেডু-এর একটি যৌথ উদ্যোগ যা উপমহাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট কোম্পানিগুলোকে সহযোগিতা করে থাকে। ২০১৪ সালে রকেটইন্টারনেট এটি প্রতিষ্ঠা করে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন ধরণের উদ্যোগ গ্রহণে সহায়তা করা এবং অনলাইন সংস্কৃতির বিস্তার ঘটানো এপিএসিআইজি -এর মূল উদ্দেশ্য। বর্তমানে এর নেটওয়ার্ক পৃথিবীর ১৫টি দেশে অবস্থিত ১০টি কোম্পানিকে ঘিরে বিস্তৃত ।