শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতা খুঁজে দেবে নতুন বন্ধু !!
ছাতা খুঁজে দেবে নতুন বন্ধু !!
বৃষ্টির মধ্যে আপনি যদি কারও সঙ্গে ছাতা শেয়ার চান, তাহলে আর মুখে বলতে হবে না। এবারে এজন্য আসছে বিশেষ গ্যাজেট! ‘আমব্রেলা হেয়ার’ (বাংলা অর্থ ‘ছাতা এখানে’) নামক ছোট্ট এই গ্যাজেট ছাতায় ওপরে ব্যবহার করা যাবে। ‘আমব্রেলা হেয়ার’ গ্যাজেটটি আসলে ছাতার ওপরে ব্যবহারের জন্য বিশেষ ধরনের লাইট, যা স্মার্টফোনের অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত। ফলে আপনি যখন ছাতার ওপরে এই লাইটটি জ্বালাবেন তখন অন্যরা তা দেখে বুঝতে পারবে যে, আপনি আপনার ছাতাটি শেয়ার করতে ইচ্ছুক এবং হাসি মুখে আপনার ছাতার তলায় এসে আশ্রয় নেবে পথ এগোনোর জন্য।
আমব্রেলা হেয়ারের সুবিধা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আরো বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে অসাধারণ একটি সুবিধা হচ্ছে, আমব্রেলা হেয়ারের ওয়েবসাইটটিতে লগইন করে সময়, লোকেশন দিয়ে সার্চ করলে যার সঙ্গে ছাতা শেয়ার করা হয়েছে, তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি খুঁজে পেয়ে বন্ধু বানানো যাবে। এক্ষেত্রে অ্যাপটি তথ্যের রেকর্ড জমা রাখে, পাশাপাশি অ্যাপ ব্যবহারকারীরা পথিমধ্যে একে অপরের সঙ্গে চ্যাটও করতে পারবেন।
এছাড়া আপনি যখন বাসায় অবস্থান করবেন, তখন আমব্রেলা হেয়ার গ্যাজেটটি আবহাওয়া নির্নায়ক হিসেবেও কাজ করবে। ছোট এই গাজেটটি খুলে বাসার যে কোনো স্থানে রাখা যাবে। বাসায় থাকা অবস্থায় বাইরে যদি রোদ থাকে, তাহলে গ্যাজেটটি লাল আলোয় আলোকিত হবে। বাইরে ঠান্ডা থাকলে নীল আলোয় আলোকিত হবে। আর বাইরে বৃষ্টিপাত হলে গ্যাজেটটি মিটিমিটি করে জ্বলে মনে করিয়ে দেবে বাইরে বের হলে সঙ্গে ছাতাসহ বের হওয়ার জন্য। পাশাপাশি স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে কোথায় কখন বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়ার সে তথ্যও জানা যাবে।
ব্লুটুথ প্রযুক্তির এই গ্যাজেটটি ব্যবহারের ফলে ছাতা হারানোর সম্ভাবনাও নেই। ছাতা ভুলে কোথাও ফেলে আসতে গেলে স্মার্টফোনে নোটিফিকেশনের মাধ্যমে তা মনে করিয়ে দেবে। ৯০ মিনিটের এক চার্জেই এক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে রিচার্জেবল ব্যাটারি সুবিধার এই গ্যাজেটটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের খবরে বলা হয়েছে, আমব্রেলা হেয়ার গ্যাজেটটি বাজারে আনার জন্য তহবিল সংগ্রহের ওয়েবসাইট কিকস্টার্টারে প্রকল্পটি জমা দিয়েছেন হংকংয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের ৪ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর একটি টিম। উদ্যোক্তারা বলেছেন, ইতিমধ্যে প্রয়োজনীয় তহবিল জোগাড় হয়ে যাওয়ায় আগামী বছরের জানুয়ারিতে এটি বাজারে আনা হবে।
-তানিম