শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিজিটাল জালিয়াতি, পায়ের সঙ্গে মোবাইল !!
ডিজিটাল জালিয়াতি, পায়ের সঙ্গে মোবাইল !!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুক্রবার বেলা আড়াইটার দিকে ভর্তি পরীক্ষা শুরুর আগেই মোবাইলসহ ২ পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদের আটক করা হয়। ওই দুই শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসিরুদ্দিন আহাম্মেদ।
তিনি জানান, ওই দুই শিক্ষার্থী ডিজিটাল জালিয়াতি করার জন্য পায়ের সঙ্গে কস্টেপ পেচিয়ে তার সঙ্গে মোবাইল লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের শরীর তল্লাশি করে মোবাইল উদ্ধার করা হয়।
আজকে বিকেল সাড়ে ৩টায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের ৩টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হয়।