বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিটি বিভাগে নতুন সচিব শ্যাম সুন্দর শিকদারের যোগদান
আইসিটি বিভাগে নতুন সচিব শ্যাম সুন্দর শিকদারের যোগদান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে নতুন যোগদানকৃত সচিব শ্যাম সুন্দর শিকদার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, পারস্পরিক ভাবের আদান প্রদানের মধ্য দিয়ে চিন্তা শক্তির উদ্ভাবন, নতুন নতুন ভাবনার দুয়ার উন্মোচনের মধ্য দিয়ে একটি জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। তিনি রূপকল্প-২০২১ বাস্তবায়নে কর্মকর্তাদের মনোযোগী হতে অনুরোধ জানান।
তিনি আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি ভবনস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগ ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তাদের উদ্দেশে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
আইসিটি বিভাগের ইতো পূর্বের সচিব নজরুল ইসলামখান শিক্ষামন্ত্রণালয়ের সচিব নিয়োজিত হওয়ার প্রেক্ষিতে শ্যাম সুন্দর শিকদারকে আইসিটি বিভাগের সচিব পদে পদায়ন করা হয়।
সভায় আরও বক্তৃতা করেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দিন, সিসিএ’রনিয়ন্ত্রক জিএম ফখরুদ্দিন চৌধুরী, বিসিসি’রপরিচালক জাবেদ আলীসরকার।
শুরুতেই মন্ত্রণায়ের কার্য ক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন আইসিটি বিভাগের যুগ্ম-সচিব(প্রশাসন) সুশান্ত কুমার সাহা।
-তানিম