বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » এবার সেলফি ফোন আনছে স্যামসাং
এবার সেলফি ফোন আনছে স্যামসাং
পুরো বিশ্ব এখন মেতে আছে সেলফি উন্মাদনায়। আর এই উন্মাদনায় নিজেদের তৈরি পন্য নিয়ে একের পর এক যোগ দিচ্ছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। সনি এবং নোকিয়ার পর সেলফি ক্যামেরা নিয়ে এই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম নামক এই সেলফি ফোনে থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া থাকছে ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৫৪০x৯৬০ পিক্সেল। প্রসেসর হিসেবে রয়েছে ১.২ গিগাহার্য কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট র্যাম। আর থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যা দিয়ে ১০৮০ পিক্সেল ভিডিও ধারন করা সম্ভব।
ভিয়েতনামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, এটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাটে। ৮ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ এবং ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিও থাকছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মূল্য হতে পারে ২৩৬ ডলার।