সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৮, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি
৬৪২ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি

firefox-mobile.jpg

ওয়েব জগতের অন্যতম পুরোধা মোজিলা, স্থানীয় সহযোগী গ্রামীণফোন এবং সিম্ফনির সহযোগিতায় বাংলাদেশে স্মার্টফোনে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম নিয়ে আসছে। তরুনদের জন্য গ্রামীণফোনের প্যাকেজ ‘বন্ধু’র ব্যবহারকারীগণ ফায়ারফক্স ওএস এর মাধ্যমে প্রতিদিন ২০ এমবি ফ্রি ইন্টারনেটসহ বিভিন্ন সুবিধা পাবেন।
মোজিলা, গ্রামীণফোন এবং তাদের ডিভাইস পার্টনার সিম্ফনি ফায়ারফক্স ওএস স্মার্টফোন সিম্মনি গো ফক্স এফ ১৫ চালুর মাধ্যমে বাংলাদেশে সফটওয়্যার ডেভোলপারদের স্থানীয়ভাবে ব্যবহার উপযোগী কনটেন্ট উৎপাদনে উৎসাহী করা, এই খাতে প্রবৃদ্ধি গতিশীল করা এবং স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ক্রেতাদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে আগ্রহী।
গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন,‘সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করার অংশ হিসাবে আমরা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরো উপভোগ্য করতে এবং স্থানীয় কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে প্রয়াসী। বাংলাদেশে এ ধরনের অফার এটাই প্রথম এবং দেশজুড়ে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে তা দারুন উৎসাহ দিবে বলে আমরা বিশ্বাস করি।’
মোজিলার সাথে প্রাথমিক সহযোগিতা টেলিনর ডিজিটাল সার্ভিসের মাধ্যমে, যা গ্রামীণফোনের স্বত্ত্বাধিকারী প্রধান প্রতিষ্ঠান টেলিনর এর অঙ্গসংঠন। নিজেদের কারিগরি দক্ষতার মাধ্যমে ফায়ারফক্স ওএস এর উন্নয়নে মজিল্লা কমিউনিটি এবং ১২টিরও বেশি গ্লোবাল অপারেটরের সঙ্গে কাজ করেছে টেলিনর।
টেলিনর ডিজিটাল এর প্রধান এবং টেলিনর গ্রুপের ইভিপি রলভ-এরিক স্পিলিং বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে টেলিনর গ্রুপ তার সবার জন্য ইন্টারনেট প্রদানের লক্ষ্যকে আন্তরিকভাবে অনুসরণ করছে,যা বাংলাদেশের বাজারে কেবল কম খরচের স্মার্টফোন প্রচলনই নয় পাশাপাশি সহজ এবং সুলভে ইন্টারনেট এর সুবিধা উপভোগের সুযোগ দিচ্ছে।
ফ্রি ইন্টারনেট ফান ওয়েজ ট্যাগলাইনের আওতায় গ্রামীণফোনের বন্ধু প্যাকেজে এর ব্যবহারকারীরা পাবেন অনন্য ওয়াওবক্স যাতে থাকেব অনেক আকর্ষণীয় অফার। টেলিনর ডিজিটালের তৈরি করা ওয়াওবক্স এ প্রবেশ করলেই গ্রাহকরা প্রতিদিন ২০ এমবি ইন্টারনেট ফ্রি পাবেন। নতুন এ ফোনে ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপলিকেশন থাকবে।
মোজিলা সম্প্রতি ফায়ারফক্স ওএস এর ত্রুটি দুর করে নতুন এক নকশা চালু করেছে। এর অনন্য নতুন বৈশিষ্ট্য হচ্ছে ফায়ারফক্স নাইটলিতে একটি পরিপূর্ণ ডেলেলপমেন্ট আইডিই যার মাধ্যমে ডেভেলপরার গণ খুব সহজেই ওয়েব অ্যাপ তৈরি করতে পারবেন।
মোজিলার সিটিও ড. আন্দ্রেয়াস গাল বলেন, ‘এশিয়াতে আরও বেশি ব্যবহারকারীর কাছে ফায়ারফক্স ওএস ফোন পৌছে দিতে, বাংলাদেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন এবং সিম্ফনির সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ফায়ারফক্স ওএস এর ক্ষেত্রে মোজিলার মিশন- ‘অনলাইনে উন্মুক্ত, উদ্ভাবন এবং সুযোগের প্রসার’ এবং টেলিনরের ‘সবার জন্য ইন্টারনেট ‘ কৌশল উভয়ই বেশ কাছাকাছি।’
২৮ সেপ্টেম্বর, ২০১৪ থেকে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর থেকে অগ্রীম বুকিং দেয়া যাবে। অগ্রীম বুকিং এর জন্য- www.grameenphone.com

অফার সম্পর্কে সংক্ষেপে
• অফারটি কেবল বন্ধু প্যাকেজ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল করুন, *১১১*৪৪*১#
• প্রতিদিন ২০ এমবি ইন্টারনেট ফ্রি (একদিনের জন্য প্রযোজ্য)
• ক্রেতারা ১০ টাকা দিয়ে ৫০এমবি থ্রিজি ডাটা কিনতে পারবেন (১৫ দিনের জন্য প্রযোজ্য)
• ক্রেতারা নিয়মিত ডাটা প্যাক কিনতে পারেন এবং পয়েন্ট অর্জন করতে পারবেন। অর্জিত পয়েন্টের মাধ্যমে ক্রেতারা নতুন ডাটা অফার কিনতে পারবেন।

গো ফক্স এফ১৫ এর কারিগরি বিশেষত্ব
• প্রসেসর: ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর
• ওএস: ফায়ারফক্স ১.৪
• ডিসপ্লে: ৩.৫ ইঞ্চি টিএফটি এইচভিজিএ (৩২০× ৪৮০)
• মেমরি: রম ৫১২ এমবি+ র্যাম ৫১২ এমবি
• ক্যামেরা: ৩.২ এমপি (রিয়ার)+ ০.৩এমপি (ফ্রন্ট)
• ব্যাটারি: ১৪৫০ এমপিএইএচ লিথিয়াম আয়ন ব্যাটারি

10687105_733335046714967_4136707068054451245_n.jpg



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’