মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ফুটপাথে চালু করা হয়েছে বিশেষ লেন
মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ফুটপাথে চালু করা হয়েছে বিশেষ লেন
প্রযুক্তি ব্যবহারের দিক থেকে অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে চীন। বিশেষ করে চীনের প্রায় সকলেই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। আর এর মধ্যে কিছু মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতেও ব্যবহার করেন তাদের ফোন। আর এসকল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফুটপাথে চালু করা হয়েছে বিশেষ লেন।
চীনের চংকিং শহরে দেখা যাবে দেশটির প্রথম “মোবাইল ফোন ইউজার সাইডওয়াক”। মূলত কিছু মানুষ সবসময় তাদের মোবাইল ফোনের মাধ্যমে সবার সাথে সংযুক্ত থাকতে চায়। আর তাই পথ চলার সময়ও তারা মোবাইল ফোনেই তাদের মনোযোগ নিবিষ্ট করে রাখে। এসকল পথচারীদের পেছনে হাঁটাও বেশ বিরক্তিকর মনে হয় অনেকের কাছে। আর এই সমস্যা থেকে সমাধান দিতে পারে এই অভিনব কায়দা।
তবে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আলাদা লেন তৈরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরেও একই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছিল।