শনিবার ● ৭ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গাগারিনের মূর্তির উদ্ঘাটন হয়েছে ভারতে
পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গাগারিনের মূর্তির উদ্ঘাটন হয়েছে ভারতে
পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গাগারিনের মূর্তির উদ্ঘাটন হয়েছে ভারতে বুধবার. এ উদ্ঘাটনী সমারোহ অনুষ্ঠিত হয়েছে ভারতের কেরালা রাজ্যের তিরুভন্নন্তপুরম শহরে, জানিয়েছে ইতার-তাস সংবাদ সংস্থা. রাশিয়ার বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের তত্ত্বাবধানে এ সমারোহ অনুষ্ঠিত হয়েছিল মানুষের প্রথম মহাকাশযাত্রার ৫০তম বার্ষিকী ুপলক্ষে. ভারতে রাশিয়ার সম্মানিত কনস্যুল রতীশ নায়ার জানান যে, স্মৃতিমূর্তি স্থাপনের উদ্যোগ সমর্থিত হয়েছে শহরের মেয়র দপ্তরে এবং রাজ্য সরকারে. কনস্যুল জোর দিয়ে বলেন, ইউরি গাগারিন কে, ভারতে সকলে তা ভালই জানে. নিকট ভবিষ্যতে ভারতের একটি শহরে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নামে নামাঙ্কিত একটি রাস্তা দেখা দেবে.