সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » ফ্রিল্যান্সার দের বিড করে কাজ পেতে কিছু পরামর্শ
ফ্রিল্যান্সার দের বিড করে কাজ পেতে কিছু পরামর্শ
বর্তমান সময়ে ফ্রিল্যান্সার দের কাছ থেকে সবথেকে বেশী যে কথাটি শোনা যায় তা হল তারা কাজ পান না। তাদের ইচ্ছা আছে একজন ভাল ফ্রিল্যান্সার হয়ে সফল ফ্রিল্যান্সার এর মত টাকা আয় করা, কিন্তু এত শিখেও ফ্রিল্যান্সার দের সে ইচ্ছা পুরন হচ্ছে না। প্রতিনিয়ত তারা মার্কেট প্লেসে বিড করে যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না, ফলে তাদের ফ্রিল্যান্সার হওয়ার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আমি তাদেরকেই বলছি আপনারা কি কখনো কাজ না পাওয়ার কারণ খুজেছেন?? এর কারণ আমি বলব একটাই।
আপনি ওডেস্ক, ইল্যান্স(Odesk, Elance) এর মত মার্কেট প্লেস গুলাতে বিড করছেন যেখানে নতুন দের করার মত উপযোগী কাজ গুলাতে বিড হচ্ছে ১০০+। আর যেখানে এক্সপার্ট ফ্রিল্যান্সার রা কাজ পেতে হিমশিম খাচ্ছে সেখানে নতুন ফ্রিল্যান্সার রা কাজ পাবে কিভাবে। ওডেস্ক, ইল্যান্স এর মার্কেট প্লেস গুলোতে জারা ফ্রিল্যান্সার দের কাজ দিচ্ছেন তারা আগের মত আর নতুন ফ্রিল্যান্সার দের কাজ দিচ্ছেন না , তারা খুজে ভাল ফিডব্যাক আছে এমন কোন এক্সপার্ট দের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে আপনার অবস্থা চিন্তা করুন, আপনার নেই কোন কাজের অভিজ্ঞতা ফলে নেই কোন ফিডব্যাক, ফলে আপনার বিড তাদের কাছে এক্সসেপ্ট হচ্ছে না। এটাই এখন হচ্ছে তাই বলে কি আপনি ফ্রিল্যান্সার হবেন না, আর ফ্রিল্যান্সার হতে হলেই বা আপনাকে কি করতে হবে- আপনাদের প্রতি আমার পরামর্শ ওডেস্ক, ইল্যান্স ছাড়াও অন্যান্য মার্কেট প্লেস গুলোতে কাজ করার মনোভাব তৈরি করুন। কারণ নতুন মার্কেট প্লেসে মার্কেট যেহেতু নতুন তাই এর ক্ল্যায়েন্ট ও নতুন ফ্রিল্যান্সার রাও নতুন। এ সব মার্কেট প্লেস গুলোতে নতুন ফ্রিল্যান্সার দের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। এই সব নতুন মার্কেট প্লেস গুলোতে আপনি যদি বিড করার সময় আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তবে আপনার ওই কাজ টি পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আমি বলব ওডেস্ক ইল্যান্স ছাড়াও নতুন মার্কেট প্লেসগুলোতে বিড করতে থাকুন সফলতা আসবেই। নিচে ওডেস্ক ইল্যান্স ছাড়াও টপ ২৫ টি মার্কেট প্লেসের ঠিকানা রয়েছেঃ-
২৫। ifreelance.com
২৪। xplace.com
২৩। freelancewritinggigs.com
২২। legitonlinejobs.com
২১। freelancewriting.com
২০। freelance-info.fr
১৯। trabajofreelance.com
১৮। freelance.com
১৭। getacoder.com
১৬। clickworker.com
১৫। Suite101.com
১৪। TaskRabbit.com
১৩। crowdspring.com
১২। freelancesuccess.com
১১। Microlancer.com
১০। designcrowd.com
৯। proz.com
৮। Guru.com
৭। mediabistro.com
৬। seoclerks.com
৫। peopleperhour.com
৪। 99designs.com
৩। Freelancer.com
২। Elance.com
১। odesk.com
এই মার্কেট প্লেস সহ আর কিছু মার্কেট প্লেস নিয়ে বিস্তারিত আরেকটি আর্টিকেলে আগামিকাল প্রকাশ করা হবে। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের সফল ফ্রিল্যান্সার হতে সাহায্য করে যাব।
-Tanim